এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় পদ্ম ফোটাতে উত্তরপ্রদেশ মডেল নিয়ে জোরালো ভাবে ময়দানে নামতে চলেছেন খোদ অমিত শাহ

বাংলায় পদ্ম ফোটাতে উত্তরপ্রদেশ মডেল নিয়ে জোরালো ভাবে ময়দানে নামতে চলেছেন খোদ অমিত শাহ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মসনদ দখলে তৎপর হয়ে উঠেছে বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির রণকৌশল ঠিক করার দায়িত্ব নিজের হাতে নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ভালো ফল লাভের চেষ্টায় উত্তরপ্রদেশ মডেলকে কাজে লাগাতে চাইছেন অমিত শাহ। এজন্য, একেবারে বুথ স্তরে মাইক্রো লেভেল ম্যানেজমেন্ট এর উপর গুরুত্ব দিচ্ছেন তিনি। নির্বাচনের আগে দলের বুথ ভিত্তিক সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে, চলতি ডিসেম্বর মাসের মধ্যেই বিজেপির বুথ স্তরের সংগঠনকে মজবুত করে ফেলার কাজ শেষ করে ফেলতে হবে। একদিকে বুথ সংগঠনকে শক্তিশালী করা, অন্যদিকে দলের জনসংযোগ বাড়ানো। এই দুটি বিষয়ের উপর গুরুত্ব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের নির্বাচনী রণকৌশল নির্ধারণের দায়িত্ব নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তরপ্রদেশের মডেলকে এরাজ্যে ব্যবহার করে একেবারে মাইক্রো লেভেল ম্যানেজমেন্টের পরিকল্পনা করলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের সমস্ত বুথে বিজেপি সংগঠনকে মজবুত করা, নির্বাচনের দিন বুথে তদারকি করা, ভোট যাতে বিজেপির দিকে পড়ে তা সুনিশ্চিত করা। প্রতিটি বুথের ভেতরে ও বাইরে শাসকদল তৃণমূলের সঙ্গে পাল্লা দেওয়া। এই সমস্ত কিছুর ওপর জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, সমস্ত বিজেপি কর্মীদের ‘আপনা বুথ সবসে মজবুত’ এই স্লোগান মাথায় নিয়ে দলের কাজে ঝাঁপিয়ে পড়তে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি, পশ্চিমবঙ্গে ৭৮ হাজার ৯০৩ টি বুথ আছে। করোনা সংক্রমনের কারণে বিহারের মতে এ রাজ্যেও বুথ সংখ্যা বৃদ্ধির একটা সম্ভাবনা আছে। সেই বিষয়টিকে মাথায় রেখে বিজেপি কর্মীদের সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দলের বুথ সংগঠনকে মজবুত করতে একাধিক কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেয়া হয়েছে। তাঁরা নিজেদের কাজ শুরু করে দিয়েছেন। প্রচারের পরিবর্তে প্রতিটি বুথে বিজেপির লোক তৈরির উপর গুরুত্ব দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
আবার, বিজেপি সূত্রর খবর, রাজ্যের প্রায় ১০ হাজার বুথে এখনো পর্যন্ত বিজেপির তেমন কোনো কর্মী, সমর্থক নেই। এই পরিস্থিতিতে দলের বুথ সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি নির্বাচনী হাওয়া তুলতে চাইছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী বছরের শুরু থেকে নির্বাচনী হাওয়া তোলার পরিকল্পনা আছে বিজেপির। তবে, এর মধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা রাজ্যে আসবেন। জনসভার পরিবর্তে সংগঠনিক বৈঠকের উপর তাঁরা জোর দেবেন। তবে সাংবাদিক সম্মেলন করে শাসক দল তৃণমূলকে আক্রমণ চালাবেন তাঁরা। একদিকে শাসক দলের উপর আক্রমণ, অন্যদিকে চলবে রাস্তায় নেমে আন্দোলন। নির্বাচনী হাওয়া, দল বদলের মতো বিষয়গুলি নিয়ে প্রচার না করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে দলবদলের সংখ্যা আরো যাতে বাড়ানো যায়, তার ওপর জোর দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

এ প্রসঙ্গে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত জনৈক কেন্দ্রীয় বিজেপি নেতা জানিয়েছেন যে, ভোট আসতে এখনো কয়েক মাস বাকি আছে। এখনি যদি ভোটের হাওয়া তোলা হয়, তবে তা শেষের দিকে টানা কঠিন হয়ে পড়বে। এ কারণে সময়মতো সবকিছু করা হবে। বাংলায় ভোটের প্রচার সম্পর্কে বিজেপির পরিকল্পনা সময় মতই জানানো হবে বলেই জানিয়েছেন তিনি। অন্যদিকে রাজ্য বিজেপির এই শীর্ষ নেতা জানালেন যে, বিজেপির প্রতি মানুষের যে সমর্থন আছে, তাতে এখন থেকেই ভোটের হাওয়া তুললে, তা সামলানো কঠিন হয়ে পড়বে। তবে বিজেপি হাওয়া তুলবেই। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি স্বয়ং প্রচারে নামবেন।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!