এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > স্বমহিমায় রাজ্য রাজনীতিতে ফের ঝড় তুললেন দিলীপ ঘোষ! যাদের যাওয়ার জায়গা নেই তারাই তৃণমূলে আছে

স্বমহিমায় রাজ্য রাজনীতিতে ফের ঝড় তুললেন দিলীপ ঘোষ! যাদের যাওয়ার জায়গা নেই তারাই তৃণমূলে আছে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সাথে সাথেই তৃণমূল এবং বিজেপির বাকযুদ্ধের জোর বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 2021 এর বিধানসভা নির্বাচন জিততে মরিয়া তৃণমূল-বিজেপি উভয়ই। বস্তুত বাংলার রাজনীতিতে এই মুহূর্তে তৃণমূল ও বিজেপি প্রধান প্রতিপক্ষ হিসেবে সামনাসামনি লড়ছে। আর প্রতিপক্ষকে প্রতিনিয়ত প্রত্যাঘাত করে চলেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুন্ডা সম্বোধনের পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপি সভাপতি প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এবার তিনি আবারও একবার  স্বমহিমায় তৃণমূল শিবিরকে যেভাবে বিঁধলেন তা নিয়ে শুরু হয়ে গেছে তীব্র সমালোচনা।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সম্প্রতি তৃণমূলের দলবদল থেকে শুরু করে নতুন প্রকল্প, সৌগত রায় থেকে শুরু করে পিকে- সবকিছু নিয়েই তৃণমূলের কড়া সমালোচনা করলেন মঙ্গলবার। প্রথমেই বাংলার শাসক দলকে ‘অথর্বদের দল’ বলে কটাক্ষ করেন। আর এই কটাক্ষের ফলেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন। সম্প্রতি তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় মন্তব্য করেছিলেন, “যাঁরা দল (তৃণমূল) ছেড়ে পালাচ্ছেন তাঁরা ইঁদুর।” আর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এবার বিজেপি সাংসদ দিলীপ ঘোষ পাল্টা কটাক্ষ করলেন এই বলে যে তৃণমূল বর্তমানে অথর্ব দলে পরিণত হয়েছে। যাদের কোথাও যাওয়ার জায়গা নেই, তাঁরাই এখন পড়ে আছেন তৃণমূলে।

সেক্ষেত্রে বিজেপি সাংসদ সৌগত রায়কে খোঁচা দিয়ে বলেন রাজ্য বিজেপি সভাপতি বলেন, “বাকিরা ইঁদুর হলে সৌগতবাবু কি মোষ? ওঁকে কেউ দলে নেবে না। তাই উনি তৃণমূলে পড়ে রয়েছেন।” প্রসঙ্গত, কিছুদিন আগেই অর্জুন সিং দাবী করেছিলেন, তৃণমূল সাংসদ সৌগত রায় বিজেপিতে যোগ দিচ্ছেন বলে। পরে যদিও তৃণমূল সাংসদ পত্রপাঠ সেই সম্ভাবনা উড়িয়ে দেন। অন্যদিকে একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে তৃণমূল সরকার ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্প শুরু করেছে। যেরকম ‘দুয়ারে সরকার’, সবার জন্য ‘স্বাস্থ্যসাথী’ কার্ড এর মতন প্রকল্প, যা এই মুহূর্তে জনপ্রিয়তা লাভ করেছে। আর তাই নিয়ে এবার দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, মুখ্যমন্ত্রী বরাবরই জনমোহিনী প্রকল্পের ঘোষণা করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু সেই সুবিধা কজন মানুষ পাচ্ছেন তা নিয়ে প্রশ্ন থেকে যায়। এদিন দিলীপ ঘোষ অভিযোগ করেন, সাধারণ মানুষের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার আগে দলের নেতাকর্মীরা কাটমানি দাবি করে। সেই দাবি না মেটাতে পারলে প্রকল্প হাতছাড়া হয়ে যায়। মুখ্যমন্ত্রী যে নির্বাচনী চমক তৈরি করার জন্যই নতুন করে আবার প্রকল্প শুরু করলেন, সে কথাও বলেন দিলীপ ঘোষ। পাশাপাশি দিলীপ ঘোষ হুঁশিয়ার করেছেন মানুষ এবার প্রতিটি প্রকল্পের হিসাব চাইবে বলে। অন্যদিকে প্রশান্ত কিশোরের বিরুদ্ধেও এদিন চড়া সুরে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বাইরে থাকে এসে রাজ্যের নেতাদের ওপর ছড়ি ঘোরানোর সংস্কৃতি বাংলায় আগে ছিলনা। এই রাজনীতি মানুষ কোনভাবেই মেনে নেবে না।

অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি জানান, গুন্ডা মন্তব্যের জেরে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আইনি নোটিশ পৌঁছে গিয়েছে। তবে অভিষেক এখনো পর্যন্ত তার কোন প্রত্যুত্তর দেয়নি। দিলীপ ঘোষের ঝোড়ো সমালোচনার অবশ্য এখনো কোনো প্রত্যুত্তর দেয়নি তৃণমূল। সবমিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ যেভাবে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন, তা থেকে বোঝা যাচ্ছে রাজ্যের প্রধান দুই রাজনৈতিক শিবির তৃণমূল এবং বিজেপি এইমুহূর্তে জোরদার টক্কর দিচ্ছে একে অপরকে। আর সেক্ষেত্রে দিলীপ ঘোষের বার্তা রাজ্য রাজনীতিতে যে ব্যাপক আকারে ঝড় তুলতে চলেছে সে বিষয়ে নিশ্চিত বিশেষজ্ঞরা।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!