এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধানসভায় তৃণমূলের সামনের সারিতে কোন নেতারা? ঘরে ঢুকে যাবেন কারা? সামনে এল চাঞ্চল্যকর দাবি

বিধানসভায় তৃণমূলের সামনের সারিতে কোন নেতারা? ঘরে ঢুকে যাবেন কারা? সামনে এল চাঞ্চল্যকর দাবি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই রয়েছে ২০২১ এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে স্বচ্ছতা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে বলে মুখ্যমন্ত্রী ইতিপূর্বেই জানিয়ে ছিলেন। দল থেকে অস্বচ্ছতার কালিমা দূর করার নির্দেশ দিয়েছিলেন তিনি। আজ দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ও অনুরূপ নির্দেশ দিলেন দলকে। আগামী বিধানসভা নির্বাচনে দলের উঁচু থেকে নিচু সমস্ত পর্যায়ে স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশ দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আজ দমদমে তৃণমূল দলের এক বিশেষ কর্মী সভায় দলের সদস্যদের প্রতি এই নির্দেশ দেন তিনি।

দমদমের এই বিশেষ কর্মীসভায় সাংসদ সৌগত রায় জানালেন যে, যারা দলে স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী, তাদেরকে সামনে রেখেই নির্বাচনে লড়াই করতে হবে। তিনি জানালেন যে, তৃণমূল দলের মধ্যে যারা ইট, বালি, চুন, সুরকি ইত্যাদির কারবারের সঙ্গে জড়িত, তাদের যেন ভোটের সময় সামনের সারিতে আনা না হয়। দলের প্রতি তিনি আবেদন জানালেন যে, এই সমস্ত নেতাকর্মীদের যেন বুথ এজেন্ট হিসেবেও ব্যবহার না করে তৃণমূল। কারণ, সাধারণ মানুষ এদেরকে পছন্দ করে না। তাই এদেরকে সামনের সারিতে নিয়ে এলে দলের প্রতি বিরূপ হতে পারে সাধারণ মানুষ। প্রয়োজন হলে এদেরকে মিছিলের একেবারে শেষে স্থান দেয়া যেতে পারে বলে নির্দেশ তাঁর।

দমদমের এই কর্মীসভায় তৃণমূল সাংসদ সৌগত রায় স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী নেতা-কর্মীদের বিধানসভা ভোটের সময় মনের সারিতে আনার নির্দেশ দিলেন। আজকের কর্মীসভার অন্যান্য তৃণমূল নেতা-কর্মীরাও তাঁকে এ বিষয়ে সমর্থন জানালেন। এই সভায় তৃণমূল সদস্যেরা জানালেন যে , তৃণমূল দলে যাদের স্বচ্ছ ভাবমূর্তি নেই, তারা দলে থাকতে পারবেন, কিন্তু যেতে পারবেন না সামনের সারিতে। এদেরকে বাদ দিয়েই দলের কর্মসূচি গ্রহণ করা হবে। আর তার ফল ভালো হবে বলেই তাদের মতামত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল সাংসদ সৌগত রায় এর এই মন্তব্যের পর রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু শাসক দলকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে লড়বার নির্দেশ দিলেন এবং সেইসঙ্গে তিনি জানালেন যে, তৃণমূল দলের সকল সদস্যকে আরো সচল হয়ে কাজে নামতে হবে। তাঁর দাবি, দেশে এমন কোনো দল নেই যেখানে নিজেদের মধ্যে কোনো মতভেদ নেই, কোন গোষ্ঠী কোন্দল নেই। মতান্তর থাকলেও বিধানসভা নির্বাচনে আসন জেতাটাই দলের একমাত্র লক্ষ্য হওয়া উচিত বলে তিনি জানালেন। ঐক্যবদ্ধভাবে বিরোধীদের সঙ্গে মোকাবিলা করতে দলের কর্মী-সদস্যদের তিনি নির্দেশ দিলেন।

ইতিপূর্বে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নামে সংখ্যালঘু তোষণের রাজনীতির অভিযোগ তোলা হয়েছিল। আজকের এই কর্মীসভা থেকে মন্ত্রী ব্রাত্য বসু জানালেন, ” আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের তোষণ করেন। কেই কারণেই উনি মানুষের মুখ্যমন্ত্রী।”

তবে, আজকের সভাতে সৌগত রায়ের এই বার্তা নিয়ে যথেষ্ট কটাক্ষ করেছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, এতদিন পর্যন্ত তৃণমূল দলে ইট, বালি, চুন, সুরকির কারবারিদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তারা বারবার তুলেছিলেন। কিন্তু সেসময় তৃণমূল তাদের এই অভিযোগে কর্ণপাত করেনি। এবার ভোট আসন্ন বলে তাদের কথাই মেনে নিচ্ছেন আর বলছেন তৃণমূল সাংসদ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!