এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিলীপ ঘোষের সামনেই দলীয় গোষ্ঠদ্বন্দ, হাতাহাতিতে জড়ালো পুরোনো বনাম নব্য !

দিলীপ ঘোষের সামনেই দলীয় গোষ্ঠদ্বন্দ, হাতাহাতিতে জড়ালো পুরোনো বনাম নব্য !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলে পুরোনো নেতাদের না ঢুকতে দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির নাব্য নেতাদের বিরুদ্ধে। যা কিনা শেষ পর্যন্ত হাতাহাতির পর্যায়ে পৌঁছে গেলো। আর এদিন এই ঘটনাটি ঘটেছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সামনেই, যার জেরে অস্বস্তি বেড়েছে বই কমেনি গেরুয়া শিবিরের।

এদিন এই ঘটনাটি ঘটেছে গড়বেতার। জানা যাচ্ছে গড়বেতা বিধানসভায় মন্ডল কার্যকর্তাদের নিয়ে বৈঠকে বসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আর সেখানেই উপস্থিত হন বেশ কয়েকজন বিজেপির নেতা কর্মী। যার মধ্যে অন্যতম ছিলেন গত বিধানসভায় গড়বেতা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রদীপ লম্ভা। অভিযোগ তাদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে আমন্ত্রণ না পেয়েও তাঁরা বৈঠকে যোগ দিতে আসেন আর সেখানে বৈঠকে যোগ দিতে গেলে জেলা সভাপতি মদন রুইদাস নাকি তাদের বাধা দেন অভিযোগ এমনটাই। জেলা সভাপতির সাথেই জেলার সাধারণ সম্পাদক রাজুর কুন্ডুর লোকজনও তাদেরকে বাধা দেয়। এই নিয়ে প্রথমে কথাকাটা কাটি হয় শেষ পর্যন্ত তা হাতাহাতিতে পৌঁছে যায়।

এদিকে এই নিয়ে পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে আসরে নামেন দিলীপবাবু। তিনি জানান যারা আমন্ত্রিত শুধুমাত্র তারাই বৈঠকে যোগ দিতে পারবেন , অন্যরা নয়। আর এখানেই উঠেছে প্রশ্ন যে, কেন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হলো বিজেপির রাজ্য সভাপতিকে। কেন ঠিকভাবে দলের কাছে বৈঠক নিয়ে নির্দেশ পৌঁছায়নি। নাকি যা অভিযোগ উঠছে তাই সত্যি? এর মধ্যেই দলে পুরোনো নব্য দ্বন্দ্ব এসে হাজির হয়েছে। তবে যায় হোক এই বিবাদ না মেটালে বিজেপিকে ২০২১ এর বিধানসভায় বড়সড় ধাক্কা খেতে হতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!