এখন পড়ছেন
হোম > জাতীয় > নাগাল্যান্ড বিধানসভা নির্বাচন: কি বলছে সি-ভোটারের সমীক্ষা?

নাগাল্যান্ড বিধানসভা নির্বাচন: কি বলছে সি-ভোটারের সমীক্ষা?


নাগাল্যান্ডে গতকাল ভোটগ্রহণ হয়ে গেলেও ভোটগণনা হবে আগামী ৩ রা মার্চ মেঘালয় ও ত্রিপুরার সাথে একসঙ্গে, ফলে এই রাজ্যে কি হবে তা নিয়ে তুমুল জল্পনা ছড়িয়েছে। গতকাল মেঘালয় ও নাগাল্যান্ডের ভোটপর্ব মিতে যেতেই একে একে সামনে আসতে শুরু করেছে বিভিন্ন জাতীয় গণমাধ্যমের জনমত সমীক্ষা। যথারীতি এবারের নাগাল্যান্ড নির্বাচনের লাখ টাকার প্রশ্ন একটাই – কে আসতে চলেছে ক্ষমতায়? এনপিএফ নাকি বিজেপি কে দখল করবে নাগাল্যান্ড, নাকি কংগ্রেস এই রাজ্যে মিরাকল ঘটাবে? এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে সামনে এল সংবাদ সংস্থা সি-ভোটারের সমীক্ষা। সেই সমীক্ষা থেকে দেখা যাচ্ছে নাগাল্যান্ডে এবার এনপিএফ ও বিজেপির লড়াই তুল্যমূল্য হতে চলেছে, তাদের মধ্যে যে কেউই সরকার গড়তে পারে। সি-ভোটারের করা এক্সিট পোল অনুযায়ী নাগাল্যান্ডের সাম্ভাব্য ফলাফল হতে পারে নিম্নরূপ –

বিজেপি – ২৫-৩১
এনপিএফ – ১৯-২৫
কংগ্রেস – ০-৪
অন্যান্য – ৬-১০

*এই সমীক্ষা প্রিয়বন্ধু মিডিয়ার নিজস্ব নয়, সংবাদসংস্থা সি-ভোটারের করা, এই সমীক্ষার দায় কোনোমতেই প্রিয়বন্ধু মিডিয়ার নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!