এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “আমার সঙ্গে কথা বলুন” সাতসকালে মমতাকে সতর্ক করলেন ধনকর! জেনে নিন!

“আমার সঙ্গে কথা বলুন” সাতসকালে মমতাকে সতর্ক করলেন ধনকর! জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের সঙ্গে রাজ্যপালের তিক্ত সম্পর্কের কথা কারও অজানা নয়। যত দিন যাচ্ছে, তত সেই তিক্ততা বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে আজ মহাত্মা গান্ধীর মৃত্যু দিনে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করতে এসে বাংলার গণতন্ত্র নিয়ে সরব হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার। যেখানে আরও একবার রাজ্য সরকারকে সতর্ক করে দেওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত ইগো বর্জন করার পরামর্শ দিলেন তিনি। যাকে কেন্দ্র করে সাত সকালে আবার নতুন করে রাজ্য বনাম রাজ্যপালের সঙ্ঘাত দেখতে হল বঙ্গবাসীকে।

সূত্রের খবর, আজ গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর মৃত্যু দিনে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করতে উপস্থিত হন রাজ্যপাল জাগদীপ ধনকার। আর সেখানেই বাংলার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিন এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্যপাল বলেন, “বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে যাচ্ছে। এটা বরদাস্ত করতে পারব না। বাংলার মাটিকে রক্তরঞ্জিত হতে দেখতে পারব না। সংবিধানকে রক্ষা করা আমার কাজ। মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন, সংবিধান অনুযায়ী কাজ করবেন। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, সময় বের করে আমার সঙ্গে কথা বলুন। ব্যক্তিগত ইগো নিয়ে চলা ঠিক নয়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় ভোটার দিবসের দিন বিধানসভায় গিয়ে সরকারকে একাধিক ইস্যুতে আক্রমণ করেছেন রাজ্যপাল। পরবর্তীতে প্রজাতন্ত্র দিবসের দিন রেড রোডে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হলেও, সেভাবে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে আন্তরিকতা দেখাননি। আর এই পরিস্থিতিতে সাংবিধানিক প্রধান হিসেবে তার সঙ্গে যে মুখ্যমন্ত্রীর কথা বলা উচিত, সেই বিষয়টি রাজ্যকে স্মরণ করিয়ে দিলেন রাজ্যপাল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!