এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বেজে গেল পৌরসভা ভোটের দামামা! কবে হচ্ছে পুরভোট? জেনে নিন বিস্তারিত

বেজে গেল পৌরসভা ভোটের দামামা! কবে হচ্ছে পুরভোট? জেনে নিন বিস্তারিত


 

মেয়াদ উত্তীর্ণ পৌরসভাগুলোতে প্রশাসক বসিয়ে দিয়েছিল রাজ্য সরকার। যার ফলে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে পৌরসভা নির্বাচন না করানোর অভিযোগ তুলে সরব হয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। কবে হবে পুরভোট! তা নিয়ে শঙ্কায় ছিলেন অনেকেই। অবশেষে সেই পৌরসভা নির্বাচনের দামামা বেজে গেল। সূত্রের খবর, শুক্রবার হাওড়া জেলার জেলাশাসক সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে একটি বৈঠক করলেন।

আর সেই বৈঠক থেকেই হাওড়া পৌরসভা নির্বাচনের ইঙ্গিত দিলেন তিনি। জানা গেছে, এদিনের এই বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া মহিলা সংরক্ষণের খসড়া নোটিশ প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। যেখানে দেখা যায়, এই খসড়া তালিকা অনুযায়ী প্রায় 13 জন কাউন্সিলর এবার বাদ যেতে চলেছেন। কমিশন সূত্রের খবর, নিয়ম অনুযায়ী এই নির্দেশিকা জারি করা হয়েছে।

ফলে এই নির্দেশিকা নিয়ে যদি কোনো রাজনৈতিক দলের কোনো বক্তব্য থাকে, তাহলে তা আগামী 2 জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনকে জানানোর কথা বলা হয়েছে। আর রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য পেশ করার পর, আগামী 8 জানুয়ারি এই ব্যাপারে চূড়ান্ত খসড়া তালিকা পেশ করা হবে। আর সেই চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশের 10 সপ্তাহ পর নির্বাচনের দিন ঘোষণা করবে রাজ্য নির্বাচন কমিশন। ফলে সেদিক থেকে হাওড়া জেলা শাসকের সর্বদলীয় বৈঠকের পর থেকেই সেখানকার নির্বাচনের দামামা বেজে গেল বলে মনে করছে একাংশ। তবে কবে হতে পারে হাওড়া পৌরসভার নির্বাচন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলেছেন, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে এই নির্বাচন কিছুটা পেছাতে পারে। তবে তা এপ্রিলের মাঝামাঝি সময়েই অনুষ্ঠিত হবে। যদিও বা এদিনের বৈঠকে উপস্থিত বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা কিছু বিষয় নিয়ে তাদের আপত্তির কথা তুলে ধরেছেন। এদিন এই প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক তথা বামনেতা অরূপ রায় বলেন, “আমরা ওয়ার্ড পুনর্বিন্যাসের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাব।”

অন্যদিকে এই ব্যাপারে জেলা বিজেপির সভাপতি সুরজিত সাহা বলেন, “2015 সালে বালি পৌরসভাকে অন্তর্ভুক্ত করার সময় রাজ্য সরকারের তরফে বলা হয়েছিল, হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনকে কর্পোরেশনে পরিণত করতে ওয়ার্ডগুলোর পুনর্বিন্যাস করা হবে। কিন্তু এখন রাজ্য সরকার সেই দাবি থেকে সরে আসছে। নির্বাচন কমিশনের কাছে এই আবেদনের সঙ্গে সঙ্গে এই ব্যাপারে বিজেপি আদালতের দ্বারস্থ হবে।”

যদিও বা শাসক দল তৃণমূলের তরফে এই ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। তবে যদি বিরোধী রাজনৈতিক দলগুলো ওয়ার্ড পুনর্বিন্যাসের ব্যাপারে তাদের আপত্তির কথা জানায়, তাহলে কমিশন তাতে মান্যতা দেবে কিনা! সেদিকে নজর রয়েছে সকলের। আর যদি কমিশন তাতে মানতা না দেয়, তাহলে বিজেপি নিজেদের এই দাবি নিয়ে আদালতের দরজায় গেলে, পৌরসভা নির্বাচন যেফের অন্ধকারে তলিয়ে যাবে, সেই ব্যাপারে আশঙ্কা করছেন একাংশ। তাই শেষ পর্যন্ত বিরোধীদের দাবিকে মান্যতা দিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে গোটা পরিস্থিতির সমাধান করা যায় কিনা! সেদিকেই তাকিয়ে বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!