এখন পড়ছেন
হোম > জাতীয় > ঘোড়া কেনাবেচা হতে পারে বিহারে, কড়া নজরদারি দলের অন্দরে !

ঘোড়া কেনাবেচা হতে পারে বিহারে, কড়া নজরদারি দলের অন্দরে !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহে শেষ হলো বিহারের বিধানসভা নির্বাচন। গত শনিবার বিহারের তৃতীয় দফার নির্বাচন শেষ হলো। আগামীকাল বিহারে ভোট গণনা ও ফলাফল। এই অবস্থায় বিহারের প্রতিটি রাজনৈতিক দলের ক্রাইসেস ম্যানেজারদের শুরু হয়েছে দৌড়াদৌড়ি। কারণ, ভোটের ফলাফল যদি একটু এদিক ওদিক হয়, অর্থাৎ, কোন দলই যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে, তবে শুরু হবে ঘোড়া কেনাবেচা।

বিহারে নিজেদের ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে এনডিএ জোট, যার দুই প্রধান শরিক বিজেপি ও জেডিইউ। গত ১৫ বছর ধরে বিহারের কুর্সিতে আছেন নীতিশ কুমার। অন্যদিকে, বিহারের ক্ষমতা দখলের তীব্র প্রচেষ্টা চলছে বিরোধী মহাজোটের।যার মধ্যে আছে আরজেডি, কংগ্রেস, বাম দলগুলি। বিহারের বিভিন্ন বুথফেরত সমীক্ষা গুলি বিহারে দুই জোটের যার টক্করের কথা বলছে। তবে, কিছু সমীক্ষা আবার জানাচ্ছে, বিহারে সরকার গড়তে চলেছে মহাজোট। যা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে এনডিএ জোটের। তবে, দুই জোটের যে তীব্র লড়াই হতে চলেছে, তা নিয়ে কোন সন্দেহ নেই।

গত ২০১৫ সালে বিহারের বিধানসভা নির্বাচনে মহাজোটের পরিকল্পনা করেছিলেন লালু প্রসাদ যাদব। আবার বন্দী অবস্থায় ঝাড়খণ্ডে থেকেই তিনি সেখানে মহাজোটের পরিকল্পনা করেছিলেন। ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে ঝাড়খন্ডে জেএমএম, কংগ্রেস এবং আরজেডিরর মধ্যে মহাজোট গঠন করা হয়েছিল। জোটের কাছে হার মানে বিজেপি। তবে বিহারের কেটে মহাজোট কতটা সাফল্য পাবে? তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে বিজেপি তথা এনডিএর হয়ে কি কুট কৌশল প্রয়োগ করতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী? তা নিয়ে চিন্তা করছে বিরোধী মহাজোটের। সূত্রের খবর, এর মধ্যে ছোট ছোট রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন বিভিন্ন দলের বড় বড় নেতারা। কোন জোটই যদি এবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে না পারে, তবে ছোট ছোট আঞ্চলিক দলগুলিকে নিয়ে ক্ষমতা দখলের চেষ্টা চলবে।

এ কারণে বিহারে ঘোড়া কেনা বেচার আশঙ্কা তৈরি হচ্ছে। এর আগে যা মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া, মধ্যপ্রদেশে দেখা গিয়েছিল। এবারে বিহারেও এমনটা হবার যথেষ্ট সম্ভাবনা আছে। দুই শিবিরের কাছেই সরকার গঠনে বিশেষ ভূমিকা গ্রহণ করতে পারে ছোট ছোট রাজনৈতিক দলগুলি। বিহারের নির্বাচনের ফল প্রকাশ আগে থেকেই ঘোড়া কেনাবেচা কথা শোনা যাচ্ছে বিহারের রাজনীতিতে। এই ঘোড়া কেনা বেচা রোধ করতে দুই বিরোধী জোটই একে অপরের উপর বিশেষভাবে নজর রাখছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!