এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের মামলার গেরোয় পড়তে চলেছে পঞ্চায়েত, হাইকোর্টে যাচ্ছে বিরোধীরা

ফের মামলার গেরোয় পড়তে চলেছে পঞ্চায়েত, হাইকোর্টে যাচ্ছে বিরোধীরা

হাইকোর্ট-এর নির্দেশে অনুযায়ী আজ ফের মনোনয়ন জমা দেবার দিন স্থির করেছে রাজ্য নির্বাচন কমিশন।বিরোধীদের অভিযোগ ছিল যে শাসকদল বিরোধীদের ভয় দেখিয়ে মনোনয়ন জমা দিতে দিচ্ছে না।তাই একদিন আরো বাড়ানো হোক মনোনয়ন জমা দেবার জন্য আর সেইমতো নির্বাচন কমিশন মনোনয়ন জমা দেবার সময়সীমা একদিন বাড়িয়েও আবার তা বাতিল করে নেয়। এর পর রাজ্যের বিরোধীদলগুলো হাইকোর্টের দ্বারস্থ হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আর হাইকোর্ট এর নির্দেশ মতো আজ ফের মনোনয়ন জমা নেবার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু আজকেও মনোনয়ন জমা দেবার পক্রিয়া শুরু হতে না হতেই ফের শাসকদলের উপর সন্ত্রাসের অভিযোগ উঠলো। কংগ্রেসের তরফ থেকে অভিযোগ উঠেছে যে নিরাপত্তার কোনও ব্যবস্থা করা হয়নি,শাসকলের দুষ্কৃতীরা অস্ত্র নিয়ে ঘুরে-বেড়াচ্ছে আগের মতোই ভয় দেখানো হচ্ছে ফলে মনোনয়ন জমা দিতে পারছেন না বিরোধীরা। মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীদের উপর তৃণমূল সমর্থকেরা চড়াও হয়েছে বলে অভিযোগ। তাছাড়া চন্দ্রকোনায় বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারছেন না বলে অভিযোগ ফলে কংগ্রেস বিজেপি দুই দলই ফের সন্ত্রাসের অভিযোগ তুলে হাইকোর্ট এর দ্বারস্থ হচ্ছেন বলে জানা গেছে।আর যদি ফের মামলা হয় তবে তা আবার কবে মিটবে আর সেই মামলার রায় কি হবে ,আর কবেই পঞ্চায়েত ভোট হবে। সবই এখন অনিশ্চিত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!