এখন পড়ছেন
হোম > রাজ্য > ২০২১-এর বিধানসভা নির্বাচনের স্লোগান পেয়ে গেল বিজেপি? জল্পনা বাড়ালেন লকেট চট্টোপাধ্যায়

২০২১-এর বিধানসভা নির্বাচনের স্লোগান পেয়ে গেল বিজেপি? জল্পনা বাড়ালেন লকেট চট্টোপাধ্যায়


গোটা বাংলা যখন করোনার বিরুদ্ধে মরণপণ লড়াই করছে, তখন বঙ্গ রাজনীতিও যে ফল্গুধারার মত প্রবহমান তা প্রায় সকলের কাছেই স্পষ্ট। বিশেষ করে রাজ্যের দুই প্রধান যুযুধান শিবির তৃণমূল কংগ্রেস ও বিজেপি – একে অপরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিচ্ছে। আর এই পরিস্থিতিতে বিজেপির হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের উপর আরও চাপ বাড়িয়ে দিলেন এদিন।

ফেসবুকে এক ভিডিওতে তিনি এদিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ নিয়ে আসেন। বিজেপির এই দাপুটে নেত্রী এদিন বলেন, এতদনি খাদ্যসাথী নাম দিয়ে কেন্দ্রের চাল, ডাল, গম দিচ্ছিল রাজ্য সরকার। মুখে বলছিল, এসব কিছুই কেন্দ্র দেয় না, রাজ্যই সব কিছু দিচ্ছে। তাই এই খাদ্যসাথী প্রকল্প রাজ্যের। এখন কঠিল সময়েই বোঝা যাচ্ছে কারা চাল, ডাল, গম ইত্যাদি রেশনের দ্রব্য পাঠায়। রাজ্য এখন চিত্‍কার করছে, কেন্দ্র চাল,ডাল, গম পাঠাচ্ছে না। এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে রাজ্য এতদিন মিথ্যা বলত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাংলার রাজ্য সরকারকে শুধু মিথ্যাবাদী বলেই থামেননি তিনি, তার থেকেও বড় অভিযোগ আনেন তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তিনি বলেন, তাও কেন্দ্র যে সব চাল পাঠাচ্ছে তা লুঠ করে নিচ্ছেন তৃণমূল নেতারা। মানুষ দেখতে পচ্ছে চাল লুঠ করছেন কারা। করোনা লকডাউনে রেশন নিয়ে একেবারে ল্যাজেগোবরে অবস্থা হয়েছে রাজ্যের। কেন্দ্রের চাল রেশনে যাচ্ছে না, চলে যাচ্ছে সোজা কোনও বেসরকারি মিলে। সেখানে গিয়ে তৃণূল নেতারা বণ্টন করে নিচ্ছেন। মানুষই বলছে তৃণমূল নেতারা চাল চোর।

আর এরপরেই জল্পনা বাড়িয়ে রীতিমত বিস্ফোরকভাবে তিনি দাবি করেন, তৃণমূল চাল নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু করেছে। চাল নিয়ে কাড়াকাড়ি করছে। কে কত চাল হাতাতে পারে তার প্রতিযোগিতা চলছে। এই তো টিকিয়াপাড়ায় পুলিশ আক্রান্ত হওয়ার পর হামলাকারীদের বাড়িতেই বস্তা বস্তা চাল চলে গেল। আর বাদুড়িয়ায় কী দেখলাম চাল না পেয়ে মা-বোনেরা হাহাকার করছে। এই অবস্থা রাজ্য সরকারের। তাই ২০২১-এ এর জবাব দিতে হবে তৃণমূলকে, দিতে হবে খেসারত। মানুষ জবাব চাইবে চাল চোর তৃণমূলের কাছে। আর কোনও ইস্যু নয়, ২০২১-এ একটাই স্লোগান হবে ‘চাল চোর তৃণমূল’।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!