এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ক্রমশ বাড়ছে আশঙ্কা! বাংলাতেই করোনাতে মৃত্যুহার দেশের মধ্যে সর্বাধিক! সামনে বিস্ফোরক তথ্য!

ক্রমশ বাড়ছে আশঙ্কা! বাংলাতেই করোনাতে মৃত্যুহার দেশের মধ্যে সর্বাধিক! সামনে বিস্ফোরক তথ্য!

করোনা ভাইরাস যখন গোটা বিশ্ব তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মারাত্মক আকার ধারণ করেছিল, তখন স্থিতিশীল অবস্থা ছিল পশ্চিমবঙ্গে। এই ভাইরাসকে আটকানোর জন্য বিভিন্ন রাজ্য তৎপরতা অবলম্বন করেছিল। তা সত্ত্বেও তাকে কোনোভাবেই আটকানো যাচ্ছিল না। কিন্তু সরকারি পরিসংখ্যান অনুযায়ী সেভাবে বাংলায় করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত লক্ষ্য করা যায়নি। তবে বিরোধীদের পক্ষ থেকে অবশ্য প্রথম থেকেই দাবি করা হয়েছিল, বাংলার সরকার এই ভাইরাসে প্রকৃত আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা চেপে যাচ্ছে। কিন্তু এবার ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা চিন্তা বাড়াচ্ছে সকলের।

সূত্রের খবর, মঙ্গলবার সকাল আটটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একটি বুলেটিন প্রকাশিত হয়। যেখানে জানানো হয়, দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 1568 জনের। অন্যদিকে পশ্চিমবঙ্গ এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা 1259 জন এবং মৃত্যু হয়েছে 133 জনের বলে সেই বুলেটিনে জানানো হয়েছে। অর্থাৎ জাতীয় গড়ের তুলনায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অনেকটাই বেশি বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যুর হার 10.56 শতাংশ। সেদিক থেকে অন্যান্য রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গ করোনায় আক্রান্তের দিক থেকে অনেকটাই এগিয়ে আছে বলে দাবি করা হচ্ছে। দেখা গেছে, মহারাষ্ট্রে 4.1 শতাংশ, গুজরাটে 5.50 শতাংশ, মধ্যপ্রদেশে 5.77 শতাংশ দিল্লিতে 1.31 শতাংশ মৃত্যু হয়েছে এর ফলে। আর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত বুলেটিনে এই উদ্বেগজনক নিদর্শন দেখতে পাওয়ায় এখন রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই করোনা ভাইরাস নিয়ে একটি বুলেটিন প্রকাশ করা হয়েছিল। যেখানে বাংলায় এখনও পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে 61 জনের বলে দাবি করেছিল সরকার পক্ষ। আর এবার সেই মৃত্যু এবং আক্রান্তের হার অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে অনেকটাই বৃদ্ধি পাওয়ার যে বুলেটিন প্রকাশ করল কেন্দ্রীয় সরকার, তাতে বাংলার ক্ষেত্রে চিন্তার ভাঁজ ক্রমশ বাড়তে শুরু করেছে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রের পক্ষ থেকে এই বুলেটিন প্রকাশ করার পর পশ্চিমবঙ্গের শাসক দলকে আরও বেশি করে চেপে ধরতে সক্ষম হবে বিরোধী রাজনৈতিক দলগুলো। সেদিক থেকে করোনাকে মোকাবিলা করার পাশাপাশি বিরোধীদের আক্রমণের মুখে পড়ে হিমশিম খেতে হতে পারে রাজ্যের শাসক শিবিরকে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!