এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পঞ্চায়েতে হিংসা আটকাতে পিছপা হবেন না! তৃণমূলের কটাক্ষের জবাব দিলেন রাজ্যপাল!

পঞ্চায়েতে হিংসা আটকাতে পিছপা হবেন না! তৃণমূলের কটাক্ষের জবাব দিলেন রাজ্যপাল!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েতে মনোনয়ন পর্বের প্রথম দিন থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়েছে। হিংসার শিকার হয়েছেন বিরোধী দলের নেতা কর্মীরা। আর এই পরিস্থিতিতে বিভিন্ন এলাকা পরিদর্শন করার পাশাপাশি হিংসা আটকাতে রাজভবনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। যার ফলে রাজ্যপালকে কটাক্ষ করছে শাসক দল। এমতাবস্থায় সেই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে হিংসা আটকাতে তিনি যে সব সময় কড়া পদক্ষেপ গ্রহণ করবেন, তা স্পষ্ট করে দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, যেখানে ভোটকে কেন্দ্র করে হিংসা হবে, সেখানেই তিনি পৌঁছে যাবেন।

প্রসঙ্গত, এদিন উত্তরবঙ্গে পা রাখেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচনকে কেন্দ্র করে হিংসা নিয়ে কড়া বার্তা দেন বাংলার সাংবিধানিক প্রধান। এদিন এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে যেখানে যেখানে হিংসা হবে, সেখানেই আমি পৌঁছে যাব।”

বিশেষজ্ঞদের মতে, রাজ্যপাল এই বক্তব্যের মধ্যে দিয়ে শাসকদলের নেতাদের বার্তা দিতে চাইলেন। কেননা ইতিমধ্যেই তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ রাজ্যপালকে বিজেপির দালাল বলেও কটাক্ষ করেছেন। আর এই পরিস্থিতিতে সাংবিধানিক প্রধান হিসেবে হিংসা আটকানো যে তার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এবং এতসব কটাক্ষ সত্ত্বেও তিনি যে হিংসা আটকাতে মানুষের পাশে থাকবেন, তা স্পষ্ট করে দিলেন রাজ্যপাল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!