এখন পড়ছেন
হোম > খেলা > এখনো সেমিতে যেতে পারে বাংলাদেশ-পাকিস্তান, ছিটকে যেতে পারে ভারত-ইংল্যান্ড? দেখে নিন কিভাবে

এখনো সেমিতে যেতে পারে বাংলাদেশ-পাকিস্তান, ছিটকে যেতে পারে ভারত-ইংল্যান্ড? দেখে নিন কিভাবে


প্রাথমিক জড়তা কাটিয়ে একেবারে ধ্রুপদী ছন্দে বিশ্বকাপ ক্রিকেট। শ্রীলঙ্কার হাতে ইংল্যান্ডের হারের পর থেকেই জমে উঠেছে বিশ্বকাপ ক্রিকেটের মঞ্চ। একের পর এক রুদ্ধশ্বাস ম‍্যাচ, রোমাঞ্চকর ম‍্যাচের শেষে বারবার বদলেছে পয়েন্ট টেবিল। আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই ছিটকে গেছে। কিন্ত অঙ্কের হিসেবে এখনও সুযোগ রয়েছে বাকি সব টিমের। আবার অঙ্কের হিসেবে ছিটকেও যেতে পারে ফেভারিট টিম। আসুন, একনজরে দেখে নিন সেসব সমীকরন –

ইংল‍্যান্ডের এইমূহুর্তে ৬ ম‍্যাচে পয়েন্ট ৮। তাদের পরবর্তী ৩টি ম‍্যাচ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে। প্রসঙ্গত এই তিনটি দলের বিরুদ্ধে বিশ্বকাপে ইংল্যান্ডের রেকর্ড অত‍্যন্ত খারাপ। শ্রীলঙ্কার কাছে অপ্রত‍্যাশিত হারে তাই বেশ চাপে তারা। তিনটি ম‍্যাচ হারলে রাউন্ড রবীন স্টেজ থেকেই বিদায় ঘটতে পারে এবারের বিশ্বকাপের হোস্ট কান্ট্রির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এইবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ভারত এবং নিউজিল্যান্ড – এই দুই দেশ। অন‍্যদিকে ৬ ম‍্যাচে ১০ পয়েন্ট অজিদের। সেমির দৌড়ে রয়েছে তারাও। আজ রয়েছে ইংল‍্যান্ড বনাম অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ম‍্যাচ। এইমূহুর্তে দাড়িয়ে ইংল‍্যান্ড যদি তাদের শেষ ম‍্যাচগুলোত হেরে যায় এবং পাকিস্তান তাদের সব ম‍্যাচ জেতে তাহলে বিশ্বকাপ থেকে ছিটকে জেতে পারেন রুটরা এবং সেমিতে চলে যেতে পারেন সরফরাজরা।

অর্থাৎ ভারতের কাছে পরপর সাতবার বিশ্বকাপে হেরেও এখনও সেমিতে যেতে পারেন আমিররা। পাকিস্তানের পরবর্তী ম‍্যাচ নিউজিল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশের বিরুদ্ধে। অন‍্যদিকে কাল আফগানিস্তানের বিপক্ষে সহজ জয়ের পরে শ্রীলঙ্কাকে টপকে বাংলাদেশ পয়েন্ট টেবিলে উপরে উঠে এসেছে। বাংলাদেশ, পাকিস্তান ছাড়াও আরেক এশীয় দল শ্রীলঙ্কারও সেমিতে যাওয়ার প্রবল সুযোগ রয়েছে।

শ্রীলঙ্কার পরবর্তী ম‍্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারতের বিরুদ্ধে। সেক্ষেত্রে এই ম‍্যাচগুলোতে জিতলে তাদের পয়েন্ট ১২ তে পৌছাবে।সেদিক থেকে দেখতে গেলে ক‍্যারিবিয়ান বাহিনীরও সেমিতে যাওয়ার সুযোগ এখনো রয়েছে। তাদের পরবর্তী তিনটে ম‍্যাচ ভারত, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিরুদ্ধে বড় ব‍্যবধানে জিততে হবে। অর্থাৎ এখনও অনেক হিসাব ওলোট পালোট হতে পারে। তাই, ছন্দে থাকলেও বিশ্বকাপে আরেকটি ম্যাচ না জেতা পর্যন্ত বিরাট কোহলিদের সেমিফাইনালের টিকিট ‘কনফার্মড’ নয়!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!