এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভালো ফল করলেও সংগঠন নিয়ে বড় পদক্ষেপ অনুব্রতর, ব্যাপক রদবদলে বাড়ছে জল্পনা!

ভালো ফল করলেও সংগঠন নিয়ে বড় পদক্ষেপ অনুব্রতর, ব্যাপক রদবদলে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  কথা দিয়ে কথা রেখেছেন তিনি। বলেছিলেন, খেলা হবে। আর সেই খেলায় যে বীরভূম জেলা সহ গোটা রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস উত্তীর্ণ হয়েছে, তা কার্যত পরিষ্কার‌। বীরভূম জেলার তৃণমূলের সর্বেসর্বা বলে পরিচিত অনুব্রত মণ্ডলের মুখরক্ষা হয়েছে এই জেলায় তৃণমূল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কারণে। 11 টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 10 টি আসনে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থীরা। একটি আসনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি।

তবে এরপরেও সংগঠন নিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করতে দেখা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। যেখানে 40 টি অঞ্চল সভাপতি বদল করা হয়েছে বলে খবর। স্বাভাবিক ভাবেই এত ভাল ফলাফল করার পরেও কেন অনুব্রত মণ্ডল তার নিজের জেলায় সংগঠনের ক্ষেত্রে ব্যাপক বদল আনলেন, এখন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

সূত্রের খবর, রবিবার বীরভূম জেলা তৃণমূলের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, সাংসদ শতাব্দী রায় সহ জেলার অন্যান্য জনপ্রতিনিধিরা। আর সেই বৈঠকের 40 টি অঞ্চলের সভাপতি পদে বদল আনা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বীরভূম জেলার 11 টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস 10 টি আসনে জয়লাভ করলেও, পৌরসভার ক্ষেত্রে তৃণমূলের ফলাফল খুব একটা সন্তোষজনক নয়।

যেখানে 6 টি পৌরসভার মধ্যে 5 টিতে অত্যন্ত খারাপ ফলাফল করেছে ঘাসফুল শিবির। স্বাভাবিক ভাবেই এখন থেকেই যদি সংগঠনে পরিবর্তন নিয়ে আসা না যায়, তাহলে ভবিষ্যতে তা গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে সংগঠনকে চাঙ্গা করতে অনুব্রত মণ্ডলের এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন? এদিন এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তবে এই ব্যাপারে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। এদিন তিনি বলেন, “এটা অনেকটা পরীক্ষার মত। বার বার ফেল করলে কিছু পরিবর্তন দরকার। সেই মতো রবিবারের বৈঠকে নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। যা আগামী দিনের জন্য যথেষ্ট ভালো।” অর্থাৎ আত্মতুষ্টিতে কোনোমতেই ভুগতে চাইছেন না বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। কেননা করোনা পরিস্থিতি ঠিক হলে পৌরসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাই বিধানসভা নির্বাচনের ফলাফলে দল জয়লাভ করলেও পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে যে ফলাফল খুব একটা ভালো নয়, তা বুঝতে পেরেছেন তিনি। আর সেই কারণেই সংগঠনের ক্ষেত্রে একাধিক সিদ্ধান্ত নিতে দেখা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। অনেকে বলছেন, সংগঠনে যে তিনি রদবদল করবেন, তা ভোটের আগে বিভিন্ন বৈঠকের মধ্য দিয়েই পরিষ্কার করে দিয়েছিলেন অনুব্রত মণ্ডল।

এক্ষেত্রে পৌরসভা থেকে শুরু করে অঞ্চলের নেতাদের কাছে তিনি জানতে চেয়ে ছিলেন, কোথা থেকে কত লিড আসবে! হয়ত বা নেতারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ না হওয়ার কারণেই সেই সমস্ত নেতাদের দায়িত্ব থেকে সরিয়ে দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। যাকে স্বাগত জানাচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। সব মিলিয়ে বীরভূম জেলায় তৃণমূলের সাংগঠনিক রদবদল আগামী দিনের জন্য কতটা হিতকর হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!