এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিশেষ বক্তব্য বিজেপির রাজ্য সভাপতির? তবে অবস্থান নিয়ে মিটছে না ধোঁয়াশা

রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিশেষ বক্তব্য বিজেপির রাজ্য সভাপতির? তবে অবস্থান নিয়ে মিটছে না ধোঁয়াশা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনে পরাজয়ের পর থেকেই বিজেপিতে চলছে তীব্র ভাঙ্গন। দলের একের পর এক হেভিওয়েট বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে পা বাড়িয়ে রেখেছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দলের বিরুদ্ধে বেসুরো বক্তব্যের পর তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ ও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। তাঁর তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা তীব্র হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিশেষ বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আজ পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এক বৈঠক করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৈঠকের পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনি। দলের প্রতি বেসুরো নেতাদের সম্পর্কে তিনি জানিয়েছেন যে, তাঁরা পরিশ্রম করে হিংসার বিরুদ্ধে লড়াই করেছিলেন। তখন অনেকেই এসেছিলেন।

সেই সময়ে তাঁরা হয়তো গণতন্ত্রের হত্যা ও হিংসার বিরুদ্ধে ছিলেন। তাঁরা হয়তো বিজেপির হাত ধরে বাংলায় পরিবর্তন আনতে চেয়েছিলেন, মনে করেছিলেন মানুষের অধিকার ফিরে আসবে, গণতন্ত্র ফিরে আসবে বাংলায়। কিন্তু বিজেপি সরকার গড়তে সক্ষম হয়নি। বিরোধী দল হিসেবে রয়েছে। এখন আগের চেয়ে আরো বেশি হিংসা হচ্ছে। সে কারণে অনেকে মানিয়ে নিতে পারছেন না। তাই হয়তো দল ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দলের ভাঙ্গন সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, দল ছাড়ার প্রবণতাটা সাময়িক। নির্বাচনের পূর্বে লক্ষ লক্ষ মানুষ বিজেপিতে যোগদান করেছিলেন। অনেকেই পরিস্থিতির চাপে পড়ে মুখ ফিরিয়ে নিচ্ছেন এখন। আগামী দিনে হয়তো আরো কয়েকজন দল ছেড়ে চলে যেতে পারেন। তাঁরা তো চেষ্টা করছেন। সবাই সমানভাবে লড়াই করতে পারেন না বলেই, দল ছেড়ে যাচ্ছেন। কিন্তু বিজেপি লড়াই করতে পেরেছে বলেই, মানুষ তাঁদের ভোট দিয়ে বিরোধী আসনে বসিয়েছেন।

রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি জানালেন, রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হচ্ছে। দলের পক্ষ থেকে তাঁকে বোঝানো হচ্ছে । দলের কিছু নিয়ম-নীতি আছে। অনেককে সতর্ক করে দেয়া হয়েছে। অনেককে শোকজ করা হয়েছে, অনেককে সাসপেন্ড করা হয়েছে। অসফলতার কারণে হতাশা থেকে তাঁরা এসব করছেন। তাঁদের সঙ্গে কথা বলা হয়েছে, সকলকে বোঝানোর চেষ্টা হয়েছে। তবে তিনি জানালেন, রাজীব বন্দ্যোপাধ্যায়কে দল শোকজ করেনি। রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের কথাবার্তা চলছে। এই ধরনের বিষম পরিস্থিতির সঙ্গে আগে যারা লড়াই করেননি, তাঁদের একটু কষ্ট হচ্ছে। মনের জোর বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

এভাবে দলের তীব্র ভাঙ্গনের পরিস্থিতিতে রাজীব বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে তাঁকে ধরে রাখার চেষ্টা বিজেপির। তবে আগামী দিনে তিনি কি করতে চলেছেন? তা একমাত্র তিনিই জানেন। তাঁর অবস্থান নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। কারণ তিনি ফিরতে চাইলেও, তৃণমূল তাঁকে ফিরিয়ে নেবে কিনা? সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তৃণমূলের অভিযোগ, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!