এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃতীয় ঢেউকে আটকে দেবে ভারত? করোনা নিয়ে আশার বার্তা কেন্দ্রের!

তৃতীয় ঢেউকে আটকে দেবে ভারত? করোনা নিয়ে আশার বার্তা কেন্দ্রের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের পর খুব দ্রুত তৃতীয় ঢেউ হানা দিতে পারে বলে ইতিমধ্যেই আতঙ্ক মাথাচাড়া দিতে শুরু করেছে। ভারতবর্ষের বেশকিছু রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে অক্টোবর মাসে তৃতীয় ঢেউ আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই এখন থেকেই যাতে সচেতনতা পালন করা যায় এবং ভ্যাক্সিনেশন প্রক্রিয়ার ওপর জোর দেওয়া যায়, তার জন্য জোর সওয়াল করতে দেখা যাচ্ছে বিশেষজ্ঞদের।

তবে এর মাঝেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর টুইট আশার আলো দেখাতে শুরু করেছে গোটা দেশে। যেখানে একদিনে ভারতবর্ষে এক কোটি টিকাকরণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই টিকাকরণের দিক থেকে যদি ভারতবর্ষ এই পদক্ষেপ অব্যাহত রাখতে পারে, তাহলে তা ভবিষ্যতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, একটি টুইট করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। যেখানে তিনি লেখেন, “নতুন রেকর্ড গড়েছে দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকো ভ্যাকসিনমুফতভ্যাকসিন ক্যাম্পেইন তার পূর্ববর্তী 1.09 কোটি ডোজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছে। আজ দেশে এর চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে এবং এই সংখ্যা ক্রমাগত বাড়ছে। সমস্ত দেশবাসীকে অভিনন্দন।” বিশেষজ্ঞরা বলছেন, টিকাকরণের ক্ষেত্রে যদি দ্রুততার সহকারে পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলেই একমাত্র করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাম্প্রতিককালে ভারতবর্ষে যেভাবে টিকাকরণ হচ্ছে, তা অনেকটাই আশার আলো দেখাতে শুরু করেছে। প্রতিনিয়ত টিকাকরণের দিক থেকে আগের দিনের রেকর্ড ব্রেক করছে দেশ। আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ট্যুইটের ফলে গোটা বিষয়টি নিয়ে গুঞ্জন বৃদ্ধি পেতে শুরু করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, সামনেই একাধিক উৎসব রয়েছে। তবে গতবছর এই করোনা ভাইরাসের কারণে সেভাবে উৎসবে শামিল হতে পারেননি সাধারণ মানুষ। কিন্তু এবারে সেই উৎসবের মরসুমের আগেই যাতে করোনা ভাইরাসকে সম্পূর্ণরূপে বিদায় জানানো হয়, তার জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার থেকে শুরু করে চিকিৎসকরা। কিন্তু তার মাঝেও তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্কের শেষ নেই। তবে যেভাবে ভারতবর্ষ করোনা ভাইরাসকে আটকাতে টিকাকরণের দিক থেকে এগিয়ে যাচ্ছে, তাতে গোটা বিষয়টি নিয়ে খুশি দেশের সাধারণ মানুষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!