এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বধূ নির্যাতনের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল বিধায়ক কাঞ্চন, শাসকদলের অস্বস্তি তুঙ্গে!

বধূ নির্যাতনের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল বিধায়ক কাঞ্চন, শাসকদলের অস্বস্তি তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  প্রথমে শোভন চট্টোপাধ্যায়, কিছুদিন আগে নুসরাত জাহান, আর এবার পারিবারিক দ্বন্দ্বে নাম জড়িয়ে পড়ল সদ্য উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হওয়া বিশিষ্ট অভিনেতা কাঞ্চন মল্লিকের। পারিবারিক অন্তর্কলহে বারবার তৃণমূলের নেতা নেত্রীরা প্রশ্নের মুখে পড়েছেন। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন বাংলা চলচ্চিত্রে সবসময় হাস্য রসাত্মক ভূমিকায় অভিনয় করা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। জানা গেছে, বধূ নির্যাতনের অভিযোগ তুলে বিশিষ্ট অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তার সহধর্মিণীর পিঙ্কি মল্লিক। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

পিঙ্কিদেবীর অভিযোগ, গত শনিবার রাতে নিউ আলিপুরের ফ্ল্যাটে এসেছিলেন কাঞ্চন মল্লিক। সেই সময় চেতলায় ছিলেন তিনি। তবে সেই চেতলা থেকে পিঙ্কি মল্লিকের গাড়ি আটকে কাঞ্চন মল্লিক তার বান্ধবীকে সাথে করে হেনস্থা করেন। পাশাপাশি গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টা করা হয় পিঙ্কিদেবীকে। আর এরপরই কাঞ্চন মল্লিক এবং তার বান্ধবীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন পিঙ্কিদেবী। স্বাভাবিক ভাবেই উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের এই ঘটনায় যে অস্বস্তি দ্বিগুণ ভাবে বৃদ্ধি পেল, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এমন অভিযোগ কখনও সামনে আসেনি। কিন্তু সদ্য বিধানসভা নির্বাচনে জয়লাভ করে বিধায়ক হওয়ার পর থেকেই তার পারিবারিক কলহের খবর সামনে আসতে শুরু করে। আর এবার সরাসরি তার স্ত্রী সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে বিস্ফোরক অভিযোগ করে পুলিশের দ্বারস্থ হলেন। এদিন এই প্রসঙ্গে কাঞ্চন মল্লিকের সহধর্মিনী বলেন, “মত্ত অবস্থায় আমাকে গালিগালাজ করেছেন কাঞ্চন মল্লিক। নিত্য মানসিক নির্যাতনের পাশাপাশি বান্ধবীকে নিয়ে গাড়ি থেকে নামিয়ে আমাকে হেনস্থা করা হয়েছে। এতদিন চুপ ছিলাম। কিন্তু এবার আমি মুখ খুলতে বাধ্য হচ্ছি।”

আর সদ্য তৃণমূলের টিকিটে জয়লাভ করা বিধায়কের এই ধরনের পারিবারিক অন্তর্কলহ সামনে আসতে তৃণমূল কংগ্রেস যে যথেষ্ট চাপের মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না‌। তবে বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হতেই কতটা অস্বস্তিতে পড়েন কাঞ্চন মল্লিক এবং কি পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!