এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > “বিজেপিকে হারানোই প্রধান চ্যালেঞ্জ” তৃণমূলে যোগ দিয়েই নয়া টার্গেট হেভিওয়েটের!

“বিজেপিকে হারানোই প্রধান চ্যালেঞ্জ” তৃণমূলে যোগ দিয়েই নয়া টার্গেট হেভিওয়েটের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বিনয় তামাং। আর যোগ দিয়েই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী দেখতে চান বলে জানিয়ে দিয়েছেন। বিগত 2019 সাল থেকেই পাহাড়ের মাটিতে বিজেপির শক্তি ক্রমশ বাড়তে শুরু করেছে। তবে বিনয় তামাং তৃণমূলে যোগ দেওয়ার কারণে এবার তৃণমূল সেখানে ঘুরে দাঁড়াতে শুরু করবে বলেই মনে করছেন একাংশ। আর এই পরিস্থিতিতে এবার তৃণমূলে যোগদান করার পর দার্জিলিংয়ে ফিরেই বড়সড় হুঁশিয়ারি দিলেন সেই বিনয় তামাং। যেখানে বিজেপিকে হারানোই এখন প্রধান কাজ বলে বুঝিয়ে দিলেন তিনি।

প্রসঙ্গত, রবিবার সকালে এনজিপি স্টেশনে নামেন বিনয় তামাং। আর তারপরেই তৃণমূলের কার্যালয় পৌঁছে যান তিনি। যেখানে পৌঁছে আগামী দিনে বিজেপিকে হারানোর জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে বলে জানিয়ে দেন এই হেভিওয়েট নেতা। এদিন এই প্রসঙ্গে বিনয় তামাং বলেন, “আগামী পৌর নির্বাচন সহ 2024 এর লোকসভা নির্বাচনে আমরা পাহাড়, তরাই, ডুয়ার্সে সম্পূর্ণ শক্তি দিয়ে লড়বো এবং বিজেপিকে হারাবো।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, তৃনমূলে যুক্ত হওয়ার পরেই এখন ধীরে ধীরে তৃণমূলে থেকে সংগঠনকে শক্তিশালী করতে চাইছেন বিনয় তামাং। আর সেই জন্যই কলকাতা থেকে দার্জিলিংয়ে আসার সাথে সাথেই বিজেপিকে হারানোর কথা জানিয়ে দিলেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!