এখন পড়ছেন
হোম > জাতীয় > কে কে তৃণমূল ছাড়ছেন? কি বলছে মুকুল রায়ের ‘লিস্ট’?

কে কে তৃণমূল ছাড়ছেন? কি বলছে মুকুল রায়ের ‘লিস্ট’?


মুকুল রায় যখন তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন তখন বাতাসে গুঞ্জন ছিল বেশ বড় সংখ্যায় তৃণমূল সাংসদ-বিধায়ক তাঁর হাত ধরে বেরিয়ে আসবেন। কিন্তু বাস্তবে অন্য কেউ তো বাদ দিন তাঁর নিজের পুত্রই জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে মুকুল রায়ের সাথে পথ হাঁটার কোনো প্রশ্নই নেই। গতকাল এক বেসরকারি বৈদ্যুতিন সাঙ্গাব্দমাধ্যমে একান্ত সাক্ষাৎকার দিতে গিয়ে এই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় মুকুল রায়কে। জবাবে কনফিডেন্ট মুকুল বাবুর চটজলদি জবাব, ওয়েট, ওয়েট।
এরপর তিনি যোগ করেন, ১৯৯৭ সালে যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, তখন একজন কংগ্রেস বিধায়কও সঙ্গে ছিল না। কিন্তু তার দেড় বছর পর বিধানসভা নির্বাচন আসতেই দলে দলে কংগ্রেস বিধায়করা ঘাসফুল শিবিরে যোগ দিয়েছিলেন। তাই ধৈর্য ধরতে হবে। অপেক্ষা করেই দেখুন না, কতজন তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দেন এবার। সঙ্গে যোগ করেন, আসলে রাজনীতি চলে ‘রণনীতি’ ও ‘রণকৌশলের’ উপর। সঠিক রণনীতি ও রণকৌশলের উপরই নির্ভর করে সমস্ত কিছু। এই তো সবে শুরু। তাড়াহুড়ো করলে হয়। অপেক্ষা করুন সব দেখতে পাবেন। পঞ্চায়েত ভোট আসুক, ফল বের হোক, তারপই দেখুন না কী হয়। এটুকু বলতে পারি, কার কি লাভ হবে জানি না, তৃণমূল ক্ষতি হবেই। ভিতরে ভিতরে কতখানি ফোঁপরা হয়েছে তৃণমূল, তা এখনই বুঝতে পারছে না। নির্বাচনের পরই সব পরিষ্কার হয়ে যাবে। তৃণমূলে এক ব্যক্তির শাসন চলছে। ওই দলে কেউই ভালো নেই। সবাই হাঁফিয়ে উঠেছেন। অনেকেই তাই অপেক্ষা করে রয়েছেন। তাঁরা সময়-সুযোগ খুঁজছেন দল ছাড়ার জন্য। সেজন্য নির্দিষ্ট সময়ের অপেক্ষায় থাকতে হবে। শেষ পর্যন্ত কী হয়, তাই দেখুন। অন্তত পরবর্তী সাধারণ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন। দেখতে পাবেন কারা তৃণমূলের টিকিটে লড়ছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!