এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > রথযাত্রা আটকালে বাড়ির মহিলারা ঝাঁটা-বঁটি-লাঠি হাতে বেড়োবেন হুঁশিয়ারি লকেট চ্যাটার্জির

রথযাত্রা আটকালে বাড়ির মহিলারা ঝাঁটা-বঁটি-লাঠি হাতে বেড়োবেন হুঁশিয়ারি লকেট চ্যাটার্জির


কার্তিক গুহ, পশ্চিম মেদিনীপুর: ভারতীয় জনতা পার্টির রথ আটকাতে এলে মহিলারাই হাতে লাঠি, বঁটি, দা নিয়ে দাঁড়িয়ে থাকবেন এবং কাউকে ছেড়ে কথা বলবেন না – বিজেপির রথযাত্রার প্রস্তুতি সভাতে যোগ দিতে এসে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য মহিলা নেত্রী লকেট চট্টোপাধ্যায়। প্রায় কুড়িটি জেলার বিজেপি মহিলা সভানেত্রীদের নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় খড়গপুর রাম মন্দিরে।

লকেট চট্টোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। তাই, বাড়ির মহিলারা এগিয়ে আসবেন এই গণতন্ত্র বাঁচানোর জন্য। প্রসঙ্গত, রাজ্যজুড়ে ঘোষিত রথযাত্রা কর্মসূচির জন্য আজ খড়গপুরের রামমন্দির হলে বিজেপির রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় জেলার মহিলা মোর্চাকে নিয়ে একটি বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চ্যাটার্জি, বিজেপি জেলা সভাপতি শমিত কুমার দাশ, মহিলা মোর্চার জেলা সভানেত্রী উজ্জ্বলা সাহা। এছাড়াও রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, প্রতাপ ব্যানার্জি, সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, রাজ্য সম্পাদক তুষার ঘোষ, রাজ্য কমিটির সদস্য ও জেলা পর্যবেক্ষক বিজয় ব্যানার্জি, রাজ্য কমিটির অন্যতম সদস্য তুষার মুখার্জি সহ জেলা ও রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। সব মিলিয়ে রথযাত্রা কর্মসূচি নিয়ে ক্রমশ রাজ্য-রাজনীতি জমিয়ে তুলছেন বিজেপি-নেতৃত্ত্ব বলে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!