এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বামেদের ভোট বিজেপিতে দেওয়ার আহ্বান শুভেন্দুর, লোকসভার পুনরাবৃত্তি কি বিধানসভাতেও? বাড়ছে জল্পনা!

বামেদের ভোট বিজেপিতে দেওয়ার আহ্বান শুভেন্দুর, লোকসভার পুনরাবৃত্তি কি বিধানসভাতেও? বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রধান লড়াই হতে চলেছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এই দুই দলের মধ্যে প্রধান লড়াই হলেও, দুই দলের পক্ষ থেকেই বাম এবং কংগ্রেসের ভোট নিজেদের দিকে টানা নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি। গত লোকসভা নির্বাচনে বামেদের ভোট বিজেপিতে যাওয়ার কারণেই গেরুয়া শিবির রাজ্যে 18 টি আসন লাভ করেছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের। এবারেও যদি তা হয়, তাহলে তৃণমূলের পক্ষে ভালো ফল করা সম্ভব হবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আর এই পরিস্থিতিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী দলগুলোকে তৃণমূলকে সমর্থন করার আহ্বান জানাচ্ছেন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে তৃণমূল বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ বাম, কংগ্রেস সহ অন্যান্যদের গেরুয়া শিবিরকে সমর্থন করার আহ্বান জানানো হচ্ছে। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্মুখ সমরে লড়াই করা নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর গলায় সিপিএমের ভোট বিজেপিতে দেওয়ার আহ্বান জানাতে দেখা গেল। যাকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, আজ দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে একটি জনসভা করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। যেখানে বক্তব্য রাখতে গিয়ে রায়দিঘির সিপিএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়কে ভোট দিয়ে কোনদিন লাভ নেই বলে দাবি করতে দেখা যায় তাকে। শুভেন্দু অধিকারী বলেন, “অনেকে ভাবছেন কান্তিবাবুকে ভোট দেবেন। ওখানে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। কান্তিবাবুর দল পশ্চিমবঙ্গ থেকে উঠে গিয়েছে। বিজেপির বাইরে যারা তৃণমূল বিরোধী, তাদের বিজেপিতে ভোট দেওয়ার অনুরোধ করছি। কারণ আপনারাও পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিতে পারেননি। বিজেপি সরকার ক্ষমতায় এলে পঞ্চায়েতের মনোনয়ন দাখিল করতে পারবেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী একথা বলে যেমন গণতন্ত্র প্রতিষ্ঠার আশ্বাস দিলেন, ঠিক তেমনই তৃণমূল বিরোধী ভোটকে এককাট্টা করার চেষ্টা করেন। এক্ষেত্রে বিজেপি ক্ষমতায় এলে সকলে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন বলে শুভেন্দু অধিকারী বাম-কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলের ভোট নিজেদের দখলে আনতে চাইলেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, যে যতই বলুন না কেন, এবারের নির্বাচনে বামেরা অত্যন্ত ফ্যাক্টর হিসেবে দেখা দিয়েছে বঙ্গ রাজনীতিতে। তারা অপ্রাসঙ্গিক হয়ে গেলেও ভোট শতাংশের দিক থেকে এসেই বামেদের সামান্য সমর্থন পেতে রীতিমত মরিয়া তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি।

তাই সকলে নিজের নিজের মত করে কেউ বামেদের ভোট না দিয়ে তাদের ভোট যাতে পদ্মফুল অথবা ঘাসফুল শিবির পায়, তার জন্য নিজ নিজ দলের নেতা-নেত্রীরা শেষ চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন। আর এই পরিস্থিতিতে এদিন শুভেন্দু অধিকারীর রায়দিঘির মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!