এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > মেহুল চোকসি কান্ডে বড়সড় তথ্য ফাঁস অ্যান্টিগা সরকারের, অস্বস্তিতে ভারত সরকার?

মেহুল চোকসি কান্ডে বড়সড় তথ্য ফাঁস অ্যান্টিগা সরকারের, অস্বস্তিতে ভারত সরকার?


পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত দেশছাড়া মেহুল চোকসিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। যার জেরে ফের অস্বস্তিতে পড়তে চলেছে ভারত সরকার বলে ধারণা রাজনৈতিক মহলের। চোকসির অ্যান্টিগাতে নাগরিকত্ব নেওয়া নিয়ে বিতর্কের জট পাকালো।

২০১৭ সালের মে মাসেই মেহুল চোকসির নাগরিকত্বের আবেদন জমা করা হয়েছিল বলে জানা গিয়েছে। মুম্বাই কেন্দ্রীয় বিদেশমন্ত্রক শাখার তরফ থেকে সে ছাড়পত্র ইস্যুও করা হয়, তাঁর বিরুদ্ধে সে সময় কোনো অভিযোগ নেই দেখে। তারপর ওই বছরই ২০১৩ সালের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা সিটিজেনশিপের নিয়ম মোতাবেক চেকসি নাগরিত্ব পান অ্যান্টিগাতে।

তারপর জানু্য়ারীর শেষে পিএনবি কান্ডে অভিযুক্ত হিসাবে মেহুল চোকসির নাম প্রকাশ্যে আসে। এ প্রসঙ্গে চোকসি নিজের অবস্থান স্পষ্ট করে দিয়ে ভারত সরকারকে জানান, এ দেশ থেকে সেবির ছাড়পত্র পাওয়ার পরই অ্যান্টিগাতে নাগরিকত্ব পেয়েছেন তিনি। সুতরাং তাঁকে এভাবে দোষী সাব্যস্ত করা যাবে না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে, অ্যান্টিগার সঙ্গে ভারতের এই মুহূর্তে কোনো বন্দি প্রত্যর্পণ চুক্তিও নেই। এই অজুহাত দেখিয়েই এতো ছোট দেশের নাগরিকত্ব নিয়ে গ্রেফতারিকে বিশেষ পাত্তা দিচ্ছিলেন না এতোদিন। এছাড়া অ্যান্টিগা সরকারও এই ইস্যুতে বিশেষ আগ্রহ দেখাচ্ছে না। তবে সামনের দিনে চোকসি এর জেরে কোনো সমস্যায় পড়বেন কিনা তা এখনই বলা না গেলেও আশঙ্কা একটা থেকেই যাচ্ছে।

কিন্তু অ্যান্টিগা সরকারের এই তথ্য সামনে আসতেই বিরোধীরা যে নরেন্দ্র মোদীদের নতুন করে আক্রমন করবেন এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কেননা, কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছেন যে বিজয় মালিয়া থেকে নীরব মোদী – সবাইকেই নাকি দেশ ছাড়তে সাহায্য করেছে বর্তমান কেন্দ্র সরকারই। ফলে আসন্ন লোকসভা নির্বাচনে এই নিয়ে আরো চাপ বাড়াতে চলেছেন তাঁরা – একথা বলায় বাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!