এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার ‘গ্রাম দিয়ে শহর ঘেরার’ পরিকল্পনায় বঙ্গ বিজেপি

এবার ‘গ্রাম দিয়ে শহর ঘেরার’ পরিকল্পনায় বঙ্গ বিজেপি


বাম জামানায় অন্যতম জনপ্রিয় স্লোগান ছিল ‘গ্রাম দিয়ে শহর ঘেরা’, আর এবার রাজ্য বিজেপি বকলমে সেই একই পদক্ষেপ নিতে চলেছে। সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন আর তাই গ্রাম বাংলায় ভালো ফল করতে এবার গ্রামে গ্রামে সংগঠন বাড়াতে মরিয়া বঙ্গ বিজেপি। বিজেপির এক শীর্ষ নেতার কথায়, বর্তমানে বিজেপি করার ‘অপরাধে’ গ্রাম-বাংলায় বিজেপি কর্মী-সমর্থকদের উপর প্রবল ভীতি প্রদর্শন ও অত্যাচার হচ্ছে। আর তাই রাজ্যের প্রতিটি গ্রামে সংগঠনের বিস্তারে মিছিল করতে চলেছে বিজেপি। তাতে একদিকে যেমন বর্তমান কর্মী-সমর্থকরা ভরসা পাবেন, অন্যদিকে যাঁরা অন্যদল থেকে বিজেপিতে আসতে আগ্রহী তাঁরাও অনেক নিশ্চিন্ত মনে বিজেপিতে যোগদান করতে পারবেন। আর এইভাবে সংগঠন বিস্তার করতে পারলে পঞ্চায়েতে ‘ভালো ফল’ হতে বাধ্য, যা পরের বছর হতে চলা লোকসভা নির্বাচনে শহর বা শহরতলিতে ‘আরো ভালো ফল’ করতে সাহায্য করবে।

এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের প্রতিটি গ্রামে সংগঠন গড়তে চাই, সেই লক্ষ্যেই এই কর্মসূচি। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশেই রাজ্যের গ্রাম থেকে গ্রামান্তরে এই কর্মসূচিতে নামতে চলেছে বিজেপি। বিজেপি সূত্রে আরো জানা যাচ্ছে বাংলার গ্রাম থেকে গ্রামান্তরে দলের বিস্তারের জন্য বিশেষ প্রচার কমিটি তৈরি করা হচ্ছে। তাতে রাজ্য সভাপতির পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বে রাখা হচ্ছে দলের সাধারণ সম্পাদক(সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়কে। এর পাশাপাশি সমগ্র প্রচার কমিটি তদারকি করবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, মুকুল রায়, রাহুল সিনহা, রূপা গঙ্গোপাধ্যায় ও মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। এই পঞ্চায়েত যাত্রা কর্মসূচি প্রথম ধাপে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ১০টি জেলায় অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় ধাপে বাকি জেলায় হবে বলে জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!