এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > চরম শাস্তির মুখে মহুয়া ?এথিক্স রিপোর্টে ঘুম উড়ছে তৃণমূলের, জোর কটাক্ষ বিজেপির !

চরম শাস্তির মুখে মহুয়া ?এথিক্স রিপোর্টে ঘুম উড়ছে তৃণমূলের, জোর কটাক্ষ বিজেপির !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সংসদের টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগের বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মহুয়া মৈত্র। এথিক্স কমিটির দীর্ঘদিনের তদন্ত চলেছে। অবশেষে আজ সেই কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছিল লোকসভার অধ্যক্ষের কাছে। আর সেই রিপোর্টে যে বিষয়টি থাকবে বলে আশঙ্কা করা হয়েছিল, শেষ পর্যন্ত সেটাই প্রকাশ্যে চলে এলো। আর বিশেষ সূত্র পাওয়া খবর অনুযায়ী, যদি এথিক্স কমিটির রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত নেয় লোকসভা, তাহলে আর কিছুক্ষণের মধ্যেই চরম বিপদের মুখে পড়তে চলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আর সেই বিষয়টি নিয়েই এখন তোলপাড় রাজ্য এবং জাতীয় রাজনীতি। কিন্তু কি রয়েছে সেই এথিক্স কমিটির রিপোর্টে? যা নিয়ে শেষ পর্যন্ত মুলতবি হয়ে গেল লোকসভা!

প্রসঙ্গত, আজ সংসদে মহুয়া মৈত্রকে নিয়ে এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়েছে। বিশেষ সূত্র পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, সেখানেই দাবি করা হয়েছে যে, যে অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতে কঠোর সাজা দেওয়া উচিত এই তৃণমূল সাংসদকে। এক্ষেত্রে এই এথিক্স কমিটির সুপারিশেও সাংসদ পদ খারিজের বিষয়টি উঠে এসেছে বলে খবর। আর লোকসভায় এই রিপোর্ট জমা হওয়ার পর থেকেই হৈ হট্টগোল শুরু হয়ে যায়। যার ফলে দুপুর দুটো পর্যন্ত লোকসভা মুলতবি হয়ে যায়। অনেকে বলছেন, এথিক্স কমিটির রিপোর্ট পেশ হওয়ার পর শেষ সিদ্ধান্ত নেন অধ্যক্ষ। তাই তার ওপর বলার কিছু থাকে না। ফলে সুপারিশ অনুযায়ী যদি পদক্ষেপ নেওয়ার বিষয় আসে, তাহলে শোচনীয় দশার মুখে পড়তে হবে তৃণমূল সাংসদকে।

ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। তাদের দাবি, টাকার পাহাড়ের ওপর বসে রয়েছেন তৃণমূলের নেতা-নেত্রীরা। গোটা বাংলায় দুর্নীতি করে তারা রাজ্যটাকে শেষ করে দিয়েছেন। আর সংসদেও প্রশ্ন করার জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। অবিলম্বে তার সাংসদ পদ খারিজ করে কঠোর শাস্তি দেওয়া উচিত। বাংলায় হয়ত আইনের শাসন নেই। কিন্তু দেশে আইনের শাসন রয়েছে। তাই এথিক্স কমিটি যে সুপারিশ করেছে, তা মেনে মহুয়া মৈত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত বলেই মনে করছে গেরুয়া শিবির।

পর্যবেক্ষকদের মতে, মহুয়া মৈত্র সংসদে অনেক বড় বড় কথা বলে অনেকের মন জয় করে নিয়েছিলেন। বিরোধীরা ভেবেছিল, তাদের মধ্যে এমন একজন বক্তা রয়েছেন, যিনি বিজেপির মুখে ঝামা ঘষে দিতে পারেন। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে, সেই মহুয়া মৈত্র কিভাবে এই প্রশ্ন করেছেন এবং তার জন্য টাকা নিয়েছেন এথিক্স কমিটির রিপোর্টে, সেটাই উঠে এসেছে। তাই যে বড় মাপের দুর্নীতির অভিযোগ তৃণমূল সাংসদের বিরুদ্ধে উঠেছে, তাতে শেষ পর্যন্ত লোকসভা বড় কোনো সিদ্ধান্ত তার বিরুদ্ধে গ্রহণ করতেই পারে। তাই গোটা বিষয়টি নিয়ে চরম চাপে রয়েছেন মহুয়া মৈত্র এবং তার দল তৃনমূল কংগ্রেস। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!