এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ভোটের আগের দিন বস্তাভর্তি বোমা উদ্ধার-ঘটনার জন্য তৃণমূল ও বিজেপির একে অপরকে দোষারোপ

ভোটের আগের দিন বস্তাভর্তি বোমা উদ্ধার-ঘটনার জন্য তৃণমূল ও বিজেপির একে অপরকে দোষারোপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের 8 দফা নির্বাচনের ষষ্ঠ দফার শুরু আজকে রাত পোহালেই। ষষ্ঠ দফার নির্বাচন নিয়েও গত দফাগুলির মতোই টানটান উত্তেজনা অব্যাহত। ষষ্ঠ দফার নির্বাচনের তালিকায় এবার রয়েছে রায়গঞ্জ আসনটি। কিন্তু ভোটের আগের দিন বুধবার সকালে রায়গঞ্জ এলাকায় একটি বস্তাভর্তি বোমা উদ্ধারের ঘটনা ঘটলো। আর তাই নিয়ে শুরু হয়েছে ব্যাপক তরজা তৃণমূল এবং বিজেপির মধ্যে। রাজ্য দখলের লড়াইতে তৃণমূল এবং বিজেপি উভয়ই জোরদার টক্কর দিচ্ছে একে অপরকে। এই পরিস্থিতিতে বস্তাভর্তি বোমা উদ্ধারের ঘটনায় বিজেপি অভিযোগের আঙ্গুল তুলেছে তৃণমূলের দিকে।

বিজেপির দাবি, ভোটের আগে ভয় দেখানোর জন্যই তৃণমূল বস্তাভর্তি বোমা রেখে গেছে এলাকায়। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে, পুরোটাই বিজেপির চক্রান্ত। গেরুয়া শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে, রায়গঞ্জের দেবীনগর উত্তর গোয়ালপাড়ায় দলের 266 নম্বর বুথ সভাপতি বিকাশ সরকারের বাড়ির কাছে একটি জঙ্গলে উদ্ধার হয়েছে বস্তাভর্তি বোমা। এ ব্যাপারে বিজেপির বুথ সভাপতি বিকাশ সরকারের স্ত্রী মল্লিকা সরকার জানিয়েছেন, তিনি সকালবেলা আবর্জনা ফেলতে গিয়ে নতুন বস্তাটি আবিষ্কার করেন এবং সেটি দেখে তাঁর সন্দেহ হওয়ায় বস্তার মুখ খুলে দেখেন ভেতরে রাখা হয়েছে তাজা বোমা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই নিয়ে মল্লিকা সরকার আরও অভিযোগ করেন, কিছুদিন ধরেই তৃণমূলের লোকজন তাঁদেরকে ভয় দেখাচ্ছে। ভোটের পর দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। সে কারণেই সরাসরি কিছু না বলে বাড়ির কাছে বোমা রেখে গিয়েছে। যদিও এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা আজিমুল রহমান পাল্টা জানিয়েছেন রায়গঞ্জের ওই এলাকায় 90% তৃণমূলের ভোটে তৃণমূলের নামে দোষারোপ করছে বিজেপি। খুব স্বাভাবিকভাবেই বস্তাভর্তি বোমা উদ্ধার হওয়ায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পাশাপাশি এলাকার মানুষের আতঙ্ক তীব্র হচ্ছে বলে জানা গিয়েছে। ষষ্ঠ দফায় বৃহস্পতিবার রায়গঞ্জ আসনে নির্বাচন। সেক্ষেত্রে ভোটের আগের দিন কিভাবে বাড়ির সামনে বস্তাভর্তি বোমা এলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ নির্বাচন উপলক্ষে এমনিতেই এলাকায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যথেষ্ট প্রহরা রয়েছে। এই পরিস্থিতিতে বোমা পাওয়ার ঘটনা নিয়ে তৃণমূল এবং বিজিপির মধ্যে ক্রমশ তরজা বাড়ছে। আপাতত এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পেছনে কে বা কারা রয়েছে, তা জানতে উৎসুক সবাই।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!