এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কবির মৃত্যুতে গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর, রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানোর ঘোষণা

কবির মৃত্যুতে গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর, রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানোর ঘোষণা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দ্বিতীয় বার করোনার ঢেউ আছড়ে পড়েছে দেশজুড়ে, বাংলাও বাদ নেই। বাংলায় প্রায় প্রত্যেক দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে এবার আমাদের ছেড়ে চলে গেলেন কবি শঙ্খ ঘোষ। সংস্কৃতি জগতে কবির মৃত্যুতে শোকস্তব্ধ সবাই। করোনা কেড়ে নিয়ে গেল বাংলার অন্যতম কবি শঙ্খ ঘোষকে। রাজ্য সরকারের তরফ থেকে প্রয়াত কবি শঙ্খ ঘোষকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে কোন তোপধ্বনী দেওয়া হবেনা এই মর্যাদাজ্ঞাপনে। তৃণমূল নেত্রী জানিয়েছেন, যেহেতু কবি কোন অহেতুক শব্দ পছন্দ করতেন না, তাই কবির ইচ্ছেকে শেষ সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বেলা সাড়ে 11 টা নাগাদ কলকাতায় নিজের বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন কবি শঙ্খ ঘোষ। তাঁর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবির পরিবার এবং শুভানুধ্যায়ীদের সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে যাতে কবি শঙ্খ ঘোষের শেষকৃত্য সম্পন্ন হয় সে ব্যাপারে মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এক্ষেত্রে বাধ্যতামূলক কোন গান স্যালুট দেওয়া হবেনা প্রয়াত কবি শঙ্খ ঘোষকে। কারণ কবি নিজেই তা পছন্দ করতেন না। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কবি শঙ্খ ঘোষের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে সম্পূর্ণ করোনা সুরক্ষা বিধি বজায় রেখে। সরকারের তরফে গাড়ি পাঠানো হবে কবি শঙ্খ ঘোষের মৃতদেহ নিয়ে আসার জন্য। বিখ্যাত কবি শঙ্খ ঘোষের মৃত্যুতে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফ থেকে একটি শোক বার্তা প্রকাশ করা হয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে।

প্রয়াত কবি শঙ্খ ঘোষ জ্ঞানপীঠ, পদ্মভূষণ, দেশিকোত্তম, সাহিত্য আকাদেমি, রবীন্দ্র স্মৃতি পুরস্কার সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন। এহেন প্রসিদ্ধ কবি চলে যাওয়ায় বাংলার সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করা হচ্ছে। মৃত্যুকালে কবি শঙ্খ ঘোষের বয়স হয়েছিল 89 বছর। গত বছর থেকে করোনাকালে একের পর এক নক্ষত্র পতন হয়েছে সংস্কৃতি জগতের। এ বছরেও সেই একই ধারা বজায় রইল। চলে গেলেন কাব্যজগতের অন্যতম নক্ষত্র শঙ্খ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!