এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > “এটা ম্যান মেড ডিজাসস্টার নয়, এটা মোদি মেড।”- বিস্ফোরক মুখ্যমন্ত্রী

“এটা ম্যান মেড ডিজাসস্টার নয়, এটা মোদি মেড।”- বিস্ফোরক মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য তথা দেশের বিপর্যয়কর করোনা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, “এটা ম্যান মেড ডিজাসস্টার নয়, এটা মোদি মেড।” ইতিপূর্বেও তিনি বলেছেন, আবারো বলছেন যে, বাইরে থেকে লোক এনে বাংলায় করোনা ছড়িয়ে দিচ্ছে বিজেপি।

আজ বালুরঘাটে সভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে তিনি জানালেন যে, ঝড়ের গতিতে করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। সকলকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে, তা তিনি জানেন। করোনার কারণে যারা নিজেদের আপনজনকে হারিয়েছেন, তাদেরকে সমবেদনা জানান তিনি। তিনি জানান, করোনার বিরুদ্ধে সকলকে একজোট হয়ে লড়াই করতে হবে।

এরপর কেন্দ্রীয় সরকারের প্রতি অভিযোগ করে মুখ্যমন্ত্রী জানালেন, রাজ্যে টিকা পাঠানো হচ্ছে না। বারবার বলা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার টিকা পাঠাচ্ছে না। আগেই তিনি বলেছিলেন যে, এ বিষয়ে রাজ্যকে দায়িত্ব দেয়া হোক। তাহলে সকলকে করোনার টিকা দেয়া হবে বিনামূল্যে। আবার, সম্প্রতি করোনা ভ্যাকসিনের গুণগত মান নিয়ে অভিযোগ জানিয়ে এক টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেতো করোনার ঔষধ তৈরি করেন নি। সাতটি ভ্যাকসিন দেশে তৈরি হয়েছে। যার মধ্যে দুটোর প্রয়োগ করা হচ্ছে। বাদবাকি পাঁচটি ভ্যাকসিন পরীক্ষার স্তরে রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে আরো ভালো হবে। গুণগত মান আরও ভালো হবে ভ্যাকসিনের।

এরপর মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করেননি। টুইট করা ছাড়া আর কোন কাজ থাকে না তাঁর। গতবছর করোনা নিয়ে কেন্দ্রীয় সরকার একাধিকবার বৈঠকের আয়োজন করলেও, সেখানে যোগদান করেননি তিনি। বিভিন্ন সময়ে তাঁকে চিঠি দেয়া হয়েছে, গাইডলাইন এসেছে। সেগুলো তিনি মানেননি। কেন্দ্র থেকে যারা সহায়তা করতে এসেছিলেন, তাঁদের আটকে রেখেছিলেন তিনি। কাজ করতে দেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কিছুই করার নেই, সমস্ত কিছু জেনে গেছেন রাজ্যবাসী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!