টাকা তছরুপের অভিযোগ উঠলো উপপ্রধান আব্দুল মান্নান-এর দিকে রাজ্য February 22, 2018 এবার ১০০ দিনের কাজের টাকা হাফিসের অভিযোগের তীর উঠলো গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল মান্নান ও স্থানীয় পোস্ট মাস্টার গোকুল মিয়ারের দিকে। এমনটাই অভিযোগ জানালো দিনহাটার বড় আটিয়াবাড়ির ২ নম্বর গ্রামের অধিবাসীরা। ২০১৩ সাল থেকে মোট ৪০০ টি পরিবার এই টাকা পাচ্ছে না বলে জানায় গ্রামবাসীরা। জানা গেছে ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পর আব্দুল মান্নান এঁদের প্রত্যেকের জব কার্ড ও পোস্ট অফিস একাউন্টের যাবতীয় তথ্য নিয়ে তাঁদের টাকা দেওয়ার আশ্বাস দেন। তারপর থেকে এখনো গ্রামবাসীরা টাকা তো পায়ই নি উপরন্তু তাঁরা তথ্য জানার অধিকার আইনের মাদ্ধমে জানতে পারে তাঁদের একাউন্টে টাকা ঢুকলেও সেই টাকা তুলে নেওয়া হয়। গ্রাহকদের সই জাল করে উপপ্রধান ও পোস্ট মাস্টার তাঁদের প্রাপ্প টাকা তুলে নেয় বলে দিনহাটা থানায় অভিযোগ জানায় গ্রামবাসীরা। এছাড়াও তাঁরা মুক্ষ ডাকঘরের আধিকারিকদের শরণাপন্ন হন বলে জানা গেছে। অভিযোগের পরেও কোনোরকমভাবেই টাকা পায় নি তাঁরা উপরন্তু অভিযুক্তদের গ্রেপ্তারও করা হয় নি। অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে গ্রামবাসীরা অনশনে বসবেন, এমনটাই সূত্রের খবর। আপনার মতামত জানান -