এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আবারও মমতা-পিকের একান্ত বৈঠক কালীঘাটের বাড়িতে, লোকসভা নির্বাচনের ব্লুপ্রিন্ট কি তৈরী হয়ে গেল?

আবারও মমতা-পিকের একান্ত বৈঠক কালীঘাটের বাড়িতে, লোকসভা নির্বাচনের ব্লুপ্রিন্ট কি তৈরী হয়ে গেল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ব্যাপক জয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরের নাম। কার্যত প্রশান্ত কিশোরের অঙ্গুলিহেলনে তৃণমূল নেত্রীর যেকটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন একুশের বিধানসভা নির্বাচনের আগে, তার সবকটাই ফলপ্রসূ হয়েছে। খুব স্বাভাবিকভাবেই তাই প্রশান্ত কিশোরের গুরুত্ব যে মমতা ব্যানার্জ্জীর অনেক বেশী তা বলাইবাহুল্য। এবার সামনে আরো বড় লক্ষ্য অর্থাৎ 2024 এর লোকসভা নির্বাচন। এবং সেখানে কেন্দ্রীয় ক্ষমতা দখলের লক্ষ্যে তৃণমূল ঝাঁপিয়ে পড়তে চলেছে। ইতিমধ্যেই তাই নিয়ে আনঅফিশিয়ালিভাবে প্রশান্ত কিশোর কাজ করতে শুরু করেছেন।

সম্প্রতি প্রশান্ত কিশোরকে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে দীর্ঘক্ষণ বৈঠক করতে দেখা যায়। বিধানসভা নির্বাচনের পর এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি প্রশান্ত কিশোরের এত দীর্ঘ বৈঠক সম্পন্ন হল। তবে কি নিয়ে এই বৈঠক হয়েছে, তা এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। তবে অনুমান করা যায়, 2024 এর লোকসভা নির্বাচন অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠবে। আর সেক্ষেত্রে আরো বেশ কয়েকটি বিষয় আলোচনার সম্ভাবনা।

বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, রাজ্যে একুশের বিধানসভা নির্বাচন জেতার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদি বিরোধী মুখ হিসেবে যতই জনপ্রিয়তা পাক না কেন, কেন্দ্রীয় স্তরে বিরোধিতা দেখাতে গেলে অবশ্যই মোদি বিরোধী অন্যান্য আঞ্চলিক দলগুলোর সমর্থন প্রয়োজন হবে। সেক্ষেত্রে ইতিমধ্যেই পিকে কাজ শুরু করে দিয়েছেন বলে অনুমান। এক্ষেত্রে ভোট পূর্ববর্তী জোটের থেকে ভোট পরবর্তী জোটের ওপর জোর দিতে পারেন পিকে। আর তাই নিয়ে যাবতীয় প্রস্তুতি শুরু হতে চলেছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। একইসাথে বাংলার বাইরেও তৃণমূল যাতে বিস্তার লাভ করতে পারে, সেদিকেও নজর দেওয়া হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মূলত এই দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। সেক্ষেত্রে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন হতে চলেছে আগামী বছর। বিজেপি সরকারকে সেখানে আটকাতে ইতিমধ্যেই ভারতীয় সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট ওমপ্রকাশ রাজভড় মমতা বন্দ্যোপাধ্যায়কে সাথে চেয়েছেন। সেখানে তৃণমূল জোট করবে কিনা তা নিয়েও আলোচনা হতে পারে। কার্যত উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ যদি বিজেপিকে হারিয়ে দেওয়া যায়, তাহলে অর্ধেক যুদ্ধ এমনিতেই জেতা হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সাথে আবার তেইশে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন।

সেখানেও তৃণমূল শক্তি বাড়াতে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুকুল রায়ের সঙ্গে এই নিয়ে বৈঠকে বসতে পারেন প্রশান্ত কিশোর। সামনে আসছে 2024 এর লোকসভা নির্বাচন। তার ভিত্তিতেই তৃণমুলকে এবার ঢেলে সাজানো হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি। সেই অনুযায়ী সাংগঠনিক রদবদল হবার সম্ভাবনা অত্যন্ত বেশি। একই সাথে শুদ্ধিকরণ অভিযানের ওপর জোর বাড়বে তৃণমূলের। উত্তরবঙ্গেও সেক্ষেত্রে বাড়তি গুরুত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। সর্বোপরি লোকসভা নির্বাচনের তাগিদে জেলা সংগঠনকে নতুন করে সাজানো হতে পারে।

সেক্ষেত্রে জেলা সংগঠন ভেঙে দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। ক্ষমতার বন্টনের মাধ্যমে তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা করছে বলেই অনুমান। সব মিলিয়ে বলা যায়, প্রশান্ত কিশোরের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠক রাজনীতিতে যথেষ্ট উল্লেখযোগ্য। অনেক সম্ভাবনার কথাই উঠে আসছে। তবে এটুকু বলা যায়, 2024 এর লোকসভা নির্বাচনের ব্লুপ্রিন্ট তৈরি করতেই এই বৈঠক হয়েছে। সেক্ষেত্রে তৃণমূল আগামীতে কি কি পদক্ষেপ গ্রহণ করে পিকের নির্দেশে, সেদিকেই থাকবে নজর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!