এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূলের মার খেয়ে নয়, পাল্টা ডান্ডা পেটা করে তবে আমায় ফোন করুন: দিলীপ ঘোষ

তৃণমূলের মার খেয়ে নয়, পাল্টা ডান্ডা পেটা করে তবে আমায় ফোন করুন: দিলীপ ঘোষ

তৃণমূলের মার খেয়ে নয়, পাল্টা ডান্ডা পেটা করে তবে আমায় ফোন করুন এদিন বললেন দিলীপ ঘোষ। মনোনয়ন জমা দেওয়ার সময়ের সন্ত্রাসের পর থেকেই শাসকদলের বিরুদ্ধে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মুখে একটাই কথা মারের বদলে মার। এদিন পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে দলের কর্মী সভায় তিনি বলেন, “কেউ তৃণমূলের হাতে মার খেয়ে আমাকে ফোন করবেন না। তৃণমূলকে ডান্ডা পেটা করে তারপর আমাকে ফোন করুন। বাকি দায়িত্ব আমার।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ঝান্ডার থেকে ডান্ডা বড় হতে হবে। এমন ডান্ডার বাড়ি মারতে হবে, যেন তৃণমূলের আর বাড়ি যাওয়ার ক্ষমতা না থাকে। যারা মারতে আসবে, তাদের ডান্ডা পেটা করে সটান হাসপাতালে পাঠিয়ে দিতে হবে।” এদিন তিনি আরও বলেন, “রাজ্যে চাকরি নেই, মানুষের রোজগার নেই, আর মুখ্যমন্ত্রী শুধু দুটাকা কেজি দরে চাল বিলির কথা আওড়ে যাচ্ছেন। কিন্তু সেটা যে দিচ্ছে মোদী সরকার, তা একবারের জন্যও বলছেন না। আর তাঁর ভাইয়ের শুধু তোলা তুলে যাচ্ছেন। এসব মিথ্যাচার মেনে নেওয়া হবে না।” এদিন দিলীপবাবু হিসাব দিয়ে বলেন, “মনোনয়নে বাধা দেওয়ায় আমরা সাতশো কর্মীকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছি। তাই পঞ্চায়েত ভোটের সময় তিনি বাঁশ কেটে রাখার কথা বলেন। তৃণমূল ভয় দেখাতে এলে ভালো করে পালিশ করে দেওয়ার দাওয়াই দেন। আর ঠিকমতো পালিশ করতে পারলেই, সব ঠান্ডা হয়ে যাবে।” মনোনয়ন পর্ব মেটার পর তিনি পান্ডা দিয়ে পেটানোর সরাসরি হুমকি দেন। আর এদিনের সভাতে জানিয়ে দিলেন কিভাবে পেটাতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!