এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উত্তর 24 পরগনা জুড়ে বিজেপি বাড়ছে বলেই কি দশ- দশটি জনসভার পথে তৃণমূল নেত্রী?

উত্তর 24 পরগনা জুড়ে বিজেপি বাড়ছে বলেই কি দশ- দশটি জনসভার পথে তৃণমূল নেত্রী?


কথায় আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। রাজ্য রাজনীতিতে এতদিন তেমনভাবে কোনো বিরোধী দল না থাকার সুবাদে একচ্ছত্র অধিপতি ছিল তৃনমূল, কিন্তু যতদিন এগিয়েছে ততই এরাজ্যে উত্থান ঘটেছে বিজেপির। আর সেই বিজেপির উত্থানকে রুখতে এবার লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এই রাজ্যে যে সমস্ত জায়গায় বিজেপির প্রভাব বেড়ে উঠেছে, সেই সমস্ত জায়গায় একাধিক জনসভা করতে চলেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, উত্তর 24 পরগনার ভাটপাড়া, বাগদা আমডাঙ্গা, নিউটাউন সহ এই জেলার পাঁচটি লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে মোট দশটি জনসভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর এই জনসভাকে ঘিরে দলীয় স্তরে জোর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, উত্তর 24 পরগনা জেলায় এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়তি নজর দেওয়ার পেছনে অন্য কারণ রয়েছে। কেননা লোকসভা নির্বাচনের দামামা বাজার আগেই ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং দলত্যাগ করে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি উত্তর 24 পরগনার বাগদা বিধানসভার কংগ্রেসের বিধায়ক দুলাল বর প্রথমে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেও কিছুদিন আগেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। ফলে শাসক দল থেকে বিভিন্ন হেভিওয়েট নেতা নেত্রী উত্তর 24 পরগনা জেলা থেকে বিজেপিতে যোগ দেওয়ায় চিন্তা বাড়তে শুরু করেছে শাসকদলের কপালে। আর তাই এবারে সেই উত্তর 24 পরগনার সমস্ত লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীদের হয়ে সেই জেলায় একাধিক জনসভা করে সেখানে জোড়াফুল ফোটাতে মরিয়া তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর তাই তিনি এই জেলায় এবার একাধিক সভা করতে চলেছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। জানা গেছে, আগামী 6 মে পঞ্চম দফায় উত্তর 24 পরগনার বনগা এবং ব্যারাকপুর কেন্দ্র ও আগামী 19 মে সপ্তম তথা শেষ দফায় উত্তর 24 পরগনার বসিরহাট, বারাসাত ও দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তাই সেই নির্বাচনের আগে এই জেলায় নিজেদের ভোটব্যাঙ্ককে শক্ত করতে একাধিক সভা করতে চাইছেন তৃণমূল নেত্রী বলে দাবি শাসক দলের।

এদিন এই প্রসঙ্গে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “এই জেলায় পাঁচটি লোকসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মোট দশটি জনসভা করবেন। প্রতিটি লোকসভার জন্য দুটো করে সভা করবেন। ওই দুটি সভা আলাদা আলাদা জায়গায় হবে। এই জেলার মানুষ মুখ্যমন্ত্রীর উন্নয়নের সঙ্গে রয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য জেলার মানুষ পাঁচটি কেন্দ্রেই তৃণমূল প্রার্থীদেরকে জয়ী করবেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!