এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > কাটমানি ইস্যুতে বড়সড় অস্বস্তিতে শাসকদল! শুভেন্দু গড়ে বড়সড় পদক্ষেপ স্থানীয়দের

কাটমানি ইস্যুতে বড়সড় অস্বস্তিতে শাসকদল! শুভেন্দু গড়ে বড়সড় পদক্ষেপ স্থানীয়দের


রাজ্যে করোনা পরিস্থিতি তৈরি হবার আগে থেকেই কাটমানি নিয়ে বিতর্ক ওঠে শাসকদলের বিরুদ্ধে।এরপর করোনা পরিস্থিতি মোকাবিলা না করতে পারা এবং সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় এবংঅনেক দুর্নীতি তৃণমূল সরকার করেছে বলে দাবি বিরোধী দলের। আমফানের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলিকে ত্রাণের টাকা দেওয়ার পরিবর্তে সেই টাকাগুলি নিজেদের অ্যাকাউন্টে রেখে দিচ্ছেন তৃণমূল নেতারা এমনই বিতর্ক উঠেছে বিভিন্ন এলাকার তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে।

এবার কাটমানি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখা গেল গত শনিবার কেশপুরের আনন্দপুর থানা এলাকার শোলাডিহা তৃণমূল পার্টি অফিসের সামনে। সূত্রের খবর মারফত এদিন কাটমানি নিয়ে এলাকার বেশিরভাগ মহিলা সামাজিক দূরত্ব বজায় না রেখেই বিক্ষোভ করেন পার্টি অফিসের সামনে এবং এখানেই শেষ নয় পার্টি অফিসে তারা তালা ঝুলিয়ে দেন। জানা গেছে এদিন তাদের বিক্ষোভের মূল কারণ ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার গরিব মানুষদের বাড়ির যোগান দেওয়ার পরিবর্তে এলাকা তৃণমূল নেতাকর্মীরা ১০ থেকে ২০ হাজার টাকা কাটমানি মেরে দিচ্ছেন। এমনকি ১০০ দিনের কাজের ক্ষেত্রেও দুর্নীতির সম্মুখীন হচ্ছেন এলাকার মানুষজন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর ১০০ দিনের কাজের ক্ষেত্রে গরিবদের কাজ না দিয়ে তৃণমূল ঘনিষ্ঠ মানুষদের কাজ দেয়া হচ্ছে কার্যত গরীব মানুষরা অর্থ উপার্জন করার সুযোগ পাচ্ছেন না। জানা গেছে এই সমস্ত অভিযোগ নিয়ে এলাকার স্থানীয় মহিলারা এদিন বিক্ষোভ করেন এবং দাবি জানান গরিব মানুষদের টাকা যেসব তৃণমূল নেতাকর্মীরা মেরে দিয়েছেন তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে। এমনকি ওই বিক্ষোভকারীরা অভিযুক্ত ঐদিন পার্টি অফিসের সামনে তৃণমূল নেতাকর্মীদের নাম তালিকাভুক্ত করে নাম গুলি প্রকাশ্যে আনেন। অত্যন্ত ক্ষোভের সাথে তারা ঐদিন পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন বলে সূত্রের খবর।

প্রসঙ্গত বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের প্রশ্ন করা হলে তারা অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেন। এদিন তারা বলেন বিক্ষোভটি কেবলমাত্র বিজেপির উস্কানির কারণে তীব্র মাত্রা পেয়েছে। এমনকি এই বিক্ষোভ কি করার পেছনে সম্পূর্ণভাবে বিজেপির হাত রয়েছে বলে জানিয়েছেন এলাকার তৃণমূল নেতাকর্মীরা। কার্যত কাটমানি নিয়ে এর আগেও অস্বস্তিজনক পরিস্থিতিতে পড়ে রাজ্যের শাসক দল। কিন্তু একের পর এক দুর্নীতির বিতর্ক সামলাতে না সামলাতে ফের তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলো। যদিও এ বিষয়টি নিয়ে গেরুয়া শিবির কোন রকম ভাবেই মুখ খোলেননি বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!