এখন পড়ছেন
হোম > অন্যান্য > নিলামে একটা ভেড়ার দাম উঠল ৩ কোটি টাকা! চমকে না উঠে জেনে নিন – কোথায়? কেন? কিভাবে?

নিলামে একটা ভেড়ার দাম উঠল ৩ কোটি টাকা! চমকে না উঠে জেনে নিন – কোথায়? কেন? কিভাবে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অনেকজনের মধ্যে একটি জিনিস শান্তিপূর্ণ ভাবে এবং নিরপেক্ষ ভাবে বিক্রি করার একটা পন্থা হিসেবে নিলাম একটি বহু শ্রুত শব্দ। নিলামের মাধ্যমে বর্তমানে প্রায় সব বৃহৎ ক্ষেত্রেই কেনা বেচা হয়। সে সরকারি কোনো প্রোপার্টি হোক বা ক্রিকেট দল থেকে খেলোয়াড়। সেক্ষেত্রে অনেককিছুই নিলাম হতে দেখা যায়। কিন্তু তা বলে ভেড়া ?

সম্প্রতি স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত একটি নিলামে একটি ভেড়া নিলাম হয়েছে। তবে ভেড়া নিলাম নিয়ে যদি আপনার চোখ কপালে ওঠে, তবে তার দাম শুনলে আপনার ভিরমি খাওয়ার কথা। কারণ ভেড়াটির দাম ৩৬৭,৫০০ পাউন্ড। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় তিন কোটি টাকা। তবে কি এমন বিশেষত্ব এই ভেড়ার ?

জানা গেছে ‘‌ডবল ডায়মন্ড’‌ নামের এই ভেড়াটি নেদারল্যান্ডসের টেক্সাল রাম প্রজাতির একটি ভেড়া। টেক্সাল রাম এমনই একটি ভেড়ার প্রজাতি, যাদের নরম মাংস এবং সুন্দর উলের জন্য এই প্রজাতির ভেড়া বিশ্ব বিখ্যাত। তবে নিলামে ওঠা এই ডাবল ডায়মন্ডের জন্ম হয়েছিল চেশায়ারের ম্যাকলেসফিল্ডে, যেটিকে সম্প্রতি বিক্রি করা হয়েছে ল্যানার্কের স্কটিশ ন্যাশনাল ট্যাক্সেলে। ভেড়াটি কেনেন জেফ আইকেন। তাঁর মতে, অনেকেই এই ভেড়ার দাম শুনে বেশ আশ্চর্য হলেও এই ধরনের ভেড়ার মূল্য অনেক বেশি হয়। জানা যায়, এদিকে, তিনটি ফার্ম একত্রে ভেড়াটিকে কিনেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, মাঝেমধ্যেই নিলামে স্পেশ্যাল কিছু দেখতে পাওয়া যায়। এদিনের আকর্ষণ ছিল ভেড়াটি। নিলামে আসা প্রত্যেকেই এটি কেনার ব্যাপারে আগ্রহী ছিল। তবে তিনি সেটির মালিক হলেন। পরবর্তীতে এটিকে প্রজননের কাজেই ব্যবহার করা হবে বলে তিনি জানান। কিন্তু ভেড়াটির কেন এত দাম উঠল, সেই প্রশ্নের উত্তরে জানা। যায়, এই ধরনের ভেড়া নিলামের সময় সেটির জন্মস্থান, শারীরিক গঠন, গায়ের রং প্রভৃতি বিচার করা হয়। সেই সব দিক থেকে বিচারেই ডাবল ডায়মন্ড সবার সেরা। আর তাই নিলামে এর এতটা দর উঠেছে। তবে এখনও কিন্তু দাম নিয়ে অনেকেই হতবাক হয়েছেন বলেই জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!