এখন পড়ছেন
হোম > রাজ্য > ভোটের মুখে রাজ্যজুড়ে করোনার হার দ্রুতগতিতে বাড়ছে, চিন্তায় সব মহল

ভোটের মুখে রাজ্যজুড়ে করোনার হার দ্রুতগতিতে বাড়ছে, চিন্তায় সব মহল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একদিকে রাজ্যের বিধানসভা নির্বাচন, অন্যদিকে রাজ্যে বেড়ে চলা করোনা। দুইয়ের সাঁড়াশি চাপে বাঙালির প্রাণ ওষ্ঠাগত। বিগত কয়েক দিন ধরেই করোনার দ্বিতীয় ঢেউ এসে ধাক্কা মেরেছে বাংলায়। ফলস্বরূপ কিছুটা নিষ্ক্রিয় হবার পর আবার ফুলে-ফেঁপে উঠেছে করোনা পরিস্থিতি। শনিবার আশঙ্কাজনকভাবে এক লাফে করোনা আক্রান্তের সংখ্যা আটশোর বেশি হয়ে গেল। যদিও সুস্থতার সংখ্যাও বেড়েছে বলে শোনা যাচ্ছে। কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা এত লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে রাজ্যে, যেখানে সুস্থতার হার কোন প্রভাব ফেলছেনা বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর,  রাজ্যে করোনা সক্রিয়ের সংখ্যা সাড়ে চার হাজারের বেশি।   রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে 812 জন। মোট আক্রান্তের সংখ্যা গতকাল পর্যন্ত ছিল 5 লক্ষ 83 হাজার 27 জন। আর আজকে 812 জন করোনা আক্রান্ত হওয়ায় সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 লক্ষ 83 হাজার 839 জন।

রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যাও বেড়েছে।  এখনো পর্যন্ত মোট মৃতের সংখ্যা  10322। অন্যদিকে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী রাজ্যে 4608 জন। পাশাপাশি আজকেও 377 জন সক্রিয় হয়েছেন বলে জানা গেছে। ফলস্বরূপ, দৈনিক আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে 812 জন। গত 24 ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন 433 জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখনো পর্যন্ত করোনাকে হারিয়েছেন 5 লক্ষ 68 হাজার 909 জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে 97.44 শতাংশ। অন্যদিকে জানা গেছে, আজ পর্যন্ত 90 লক্ষ 86 হাজার 532 জনের করোনা টেস্ট হয়েছে। জানা গিয়েছে, মোট টেস্টিংয়ের নিরিখে করোনার সক্রিয়ের হার 6.43 শতাংশ। এদিনও টেস্ট হয়েছে 24413 জনের। অন্যদিকে কলকাতা ও উত্তর 24 পরগনা জেলায় সবথেকে বেশি করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে।

কলকাতায় এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা 132401 জন। কলকাতায় এদিন 294 জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। এরপর রয়েছে উত্তর 24 পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা 125313 জন। আর এদিন নতুন করে এখানে করোনা আক্রান্ত হয়েছেন 180 জন।

উত্তর 24 পরগনা পর দক্ষিণ 24 পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 37692। পাশাপাশি হাওড়া হুগলিতেও আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। আবার হয়তো এক বছর আগের স্মৃতি ফিরে আসতে চলেছে। তবে বারবার বলা হচ্ছে, একমাত্র সচেতনতা এবং সাবধানতা বাঁচাতে পারে করোনা থেকে।

তবে ভোটের বাজারে করোনাকে কিভাবে ঠেকিয়ে রাখা হবে, তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত সবাই। নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যেই নির্দেশাবলী এসেছে ঠিকই, কিন্তু সেই নির্দেশাবলী কতটা মানা হচ্ছে তা নিয়ে সন্দেহ থাকছে। সব মিলিয়ে রাজ্যের করোনা পরিস্থিতি যে মোটেই ভালো না, তা এককথায় মেনে নেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে লকডাউন পরিস্থিতি খুব বেশি দূরে নয়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!