এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রচারে বেড়িয়ে আঘাত পেয়ে ফিরে গেলেন হেভিওয়েট বিজেপি প্রার্থী, তৃণমূলের জড়িত থাকার অভিযোগ

প্রচারে বেড়িয়ে আঘাত পেয়ে ফিরে গেলেন হেভিওয়েট বিজেপি প্রার্থী, তৃণমূলের জড়িত থাকার অভিযোগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এদিন ছিল প্রথম দফার বিধানসভা নির্বাচন। মোট ৩০ টি আসনে  নির্বাচন হয়েছে। কিন্তু এই নির্বাচন ঘিরে  দিনভর ছিল চরম উত্তেজনা। সারাদিন ধরে একের পর এক রাজনৈতিক চাপানউতোর দেখেছে রাজ্যবাসী। যেমন- ইভিএমের কারসাজি নিয়ে অভিযোগ সামনে এসেছে, তেমনই তৃণমূল ও বিজেপি পরস্পরের বিরুদ্ধে ভোটসংক্রান্ত একাধিক অভিযোগ সামনে এসেছে। 

এর সাথে আবার সামনে এসেছে দুই পক্ষেরই অডিও ক্লিপিং এর ঘটনা। ভোটের পাশাপাশি তৃণমূল এবং বিজেপির চাপানউতোর বেড়েছে অডিও ক্লিপিংকে কেন্দ্র করে। অন্যদিকে দিনের শেষে হেভিওয়েট বিজেপি নেত্রী করলেন বড়োসড়ো অভিযোগ। প্রচারে বেড়িয়ে আঘাত নিয়ে ফিরতে হল তাঁকে। ঘটনাটি ঘটেছে হুগলিতে। জানা গিয়েছে, হুগলি চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় প্রচারে বেরিয়েছিলেন তিনি ।

 লকেটের অভিযোগ, সেসময় দুজন মহিলা তাঁর চোখের দিকে তাক করে রং ছুঁড়ে মারে। সেই বিষাক্ত রং চোখে লাগার সাথে সাথেই তাঁর চোখ জ্বলতে শুরু করে। লকেট চট্টোপাধ্যায় অভিযোগের নিশানায় রেখেছেন তৃণমূলকে। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। সূত্রের খবর, আজ চুচঁড়ার রবীন্দ্রনগরে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। অভিযোগ উঠেছে, তিনি যখন প্রচার চালাচ্ছিলেন, তখন রবীন্দ্রনগর এলাকায় চলছিল একটি বসন্ত উৎসব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এলাকার মহিলারা মিলেই বসন্ত উৎসব পালন করছিলেন। তাকে দেখে অন্যান্য মহিলারা এগিয়ে আসেন এবং আচমকাই তাঁর দিকে রং ছোঁড়া হয়। লকেট আরো অভিযোগ করেন, তাঁকে কয়েকজন জোর করে রং মাখাতে চেষ্টা করে। লকেট এই ঘটনার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের দিকে। অন্যদিকে এলাকার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার জানিয়েছেন, লকেট চট্টোপাধ্যায় হারবেন বুঝতে পেরেই এধরনের নাটক করছেন।

পুরোটাই সংবাদ মাধ্যমে প্রচার পাওয়ার কৌশল। একইসাথে অসিত মজুমদার জানিয়েছেন, লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তার পেছনে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছে। কারণ লকেট চট্টোপাধ্যায় প্রার্থী হওয়ার পর তাঁর দলেরই অনেকে মেনে নিতে পারেননি। একইসাথে বিজেপির লোকজন লকেটের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছে। অন্যদিকে লকেট চ্যাটার্জির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি অভিযোগ করবেন নির্বাচন কমিশনে।

সব মিলিয়ে  দিনভর উত্তপ্রত হয়ে ছিল রাজ্য রাজনীতি। শেষবেলায় এসে লকেটের অভিযোগ নতুন বিতর্ক সৃষ্টি করল। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলেও  ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দিনভর। সবমিলিয়ে মনে করা হচ্ছে, সামনের বেশ কয়েকদিন এই প্রত্যেকটি ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চলবে তীব্র বিতর্ক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!