এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলায় চাপ বাড়াতেই ৮৫ হাজার কোটির দাবিতে ঝড় তুললেন তৃণমূলের ডেরেক

বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলায় চাপ বাড়াতেই ৮৫ হাজার কোটির দাবিতে ঝড় তুললেন তৃণমূলের ডেরেক


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  যতই এগিয়ে আসছে নির্বাচন, ততোই বাড়ছে আক্রমণের ঝাঁঝ। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসন ক্ষমতা ধরে রেখে রাজ্যজয়ের হ্যাটট্রিক করতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। অন্যদিকে রাজ্যের মসনদ দখলে তৎপর হয়ে উঠেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এই আবহে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে বারবার আসছেন। এই পরিস্তিতিতে বিজেপি দলকে ‘বহিরাগতের দল’ বলে বারবার কটাক্ষ করেছে তৃণমূল। আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ‘ট্যুরিস্ট গ্যাং’ বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে কটাক্ষ যেমন তিনি করলেন, তেমনি তিনি রাজ্যের পাওনা টাকা মিটিয়ে দেওয়ার দাবিও জানালেন তিনি।

সম্প্রতি পশ্চিমবঙ্গ দখলে তৎপর হয়ে উঠেছে বিজেপি। তাই রাজ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একাধিকবার আসছেন। রাজ্যকে পাঁচটি জোনে ভাগ করে দিয়ে পাঁচজন কেন্দ্রীয় বিজেপি নেতাকে তার দায়িত্ব দেয়া হয়েছে। এদিকে রাজ্যের দায়িত্বে আছেন কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, অমিত মালব্য প্রমূখ কেন্দ্রীয় বিজেপি নেতারা। সম্প্রতি পশ্চিমবঙ্গ সফর করে গিয়েছেন অমিত শাহ ও জে পি নাড্ডা। এই পরিস্থিতিতে বিজেপিকে বারবার বহিরাগতের দল বলে তকমা দিয়েছে তৃণমূল।

এবার এই পরিস্থিতিতে বিজেপিকে টুরিস্ট গ্যাং তৃণমূল কটাক্ষ করলো। অন্যদিকে রাজ্যের পাওনা অর্থ মিটিয়ে দেবার দাবি জানিয়ে কেন্দ্রের কাছে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বিভিন্ন বৈঠকে রাজ্যের পাওনা অর্থ মিটিয়ে দেওয়ার দাবি তুলেছেন বারবার তিনি। আজ সকালে কেন্দ্রের কাছে রাজ্যের কোন প্রকল্পে কত টাকা পাওনা আছে সে বিষয়ে বিস্তারিত জানিয়ে টুইট করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইট করে জানালেন যে, রাজ্য কেন্দ্রের কাছে সর্বশিক্ষা অভিযানে ১৪ হাজার ৫২০ কোটি, সমগ্র শিক্ষা মিশনে ৯৭০ কোটি, মিড ডে মিলে ২৩৩ কোটি, স্বচ্ছ ভারত মিশনে ২৭৫ কোটি, মনরেগায় ৬৩১ কোটি, আমরুতে ২৫৪ কোটি, ছিটমহল বিনিময় বাবদ ১৮৮ কোটি, বিআরজিএফ ২ হাজার ৩৩০ কোটি, বেসিক গ্রান্ট ৪৩৮ কোটি সহ একাধিক বিষয়ে সমস্ত কিছু মিলিয়ে মোট ৮৫ হাজার ৭২০ কোটি টাকা পাওনা আছে।

কেন্দ্রের কাছে রাজ্যের এই পাওনার হিসেবে তুলে ধরার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে তীব্র কটাক্ষ করলেন তিনি। টুইটারে তাঁদেরকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন লিখলেন, ” মোদি-শাহর ট্যুরিস্ট গ্যাং বাংলায় ঘুরে বেড়াচ্ছে, ওদের উচিত আগে বাংলার পাওনা মিটিয়ে দেওয়া।” এভাবেই আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একদিকে বিজেপি নেতৃত্বকে আক্রমণ, অন্যদিকে রাজ্যের পাওনা গন্ডা মিটিয়ে দেওয়ার দাবি তুলে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল ফেলে দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!