এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > বাংলায় আসছে ভয়ঙ্কর দুর্যোগের দিন! উদ্বেগ বাড়িয়ে জারি হল কমলা সতর্কতা! জানুন বিস্তারিত ভাবে

বাংলায় আসছে ভয়ঙ্কর দুর্যোগের দিন! উদ্বেগ বাড়িয়ে জারি হল কমলা সতর্কতা! জানুন বিস্তারিত ভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একটা নিম্নচাপ কাটতে না কাটতেই আর একটি নিম্নচাপের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তাদের কথা অনুযায়ী আগামী রবিবার ও সোমবার নাগাদ বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। সঙ্গে দক্ষিণবঙ্গের ওপর মৌসুমী অক্ষরেখাও অবস্থান করছে। ফলে ভারী থেকে অতিভারী বৃষ্টির অনুমান করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। ফলে এই সমস্ত জেলা গুলি ছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুধু তাই নয়, উপরন্তু জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। এর ফলে সমুদ্র উত্তাল হতে পারে। তাই এই দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রবিবার থেকেই এর প্রভাব শুরু হয়ে গেলেও সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর অফিস। তবে বুধবার থেকে এই বৃষ্টি কমতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই আম্পানে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরিস্থিতি ভালো নয়। বিগত কয়েকদিনের বৃষ্টিতে বাঁধ ভাঙতে শুরু করেছিল বলে জানা গেছে। সঙ্গে এই অতিবৃষ্টির জেরে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আরও আশঙ্কা বাড়ছে।

তবে এর জেরে উত্তরবঙ্গে সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। হয়ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে এর প্রভাব পড়বে। সোমবার উত্তরের এই ৫ জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় অত্যাধিক সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন তারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!