এখন পড়ছেন
হোম > জাতীয় > রেলের বেসরকারিকরণের দিকে আরও একধাপ এগোল কেন্দ্র সরকার? নতুন পদক্ষেপে জল্পনা হচ্ছে তীব্র

রেলের বেসরকারিকরণের দিকে আরও একধাপ এগোল কেন্দ্র সরকার? নতুন পদক্ষেপে জল্পনা হচ্ছে তীব্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আইআরসিটিসি ২০১৯ সালের অক্টোবর মাসে শেয়ার বাজারে প্রবেশ করেছিল। সেই সঙ্গে রেলের বেসরকারিকরণের দিকে এগিয়ে যাওয়ার জল্পনা ঘনীভূত হয়েছিল। সেই জল্পনাকে সত্যি করে সম্প্রতি নিজেদেরে অংশীদারিত্ব বিক্রি করার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। তবে বেশি নয়, কেন্দ্রের অধীনে থাকা অংশিদারিত্বের কিছু অংশের শেয়ার বেচারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি-র মাধ্যমেই বর্তমানে অনলাইনে ট্রেনের টিকিটের বুকিং করা হয়৷ আইআরসিটিসি-তে কেন্দ্রীয় সরকারের ৮৭.৪ শতাংশ শেয়ার রয়েছে৷ জানা গেছে তারই অন্তত ১০ শতাংশ শেয়ার বিক্রি করা হতে পারে৷ তথ্য সূত্রের খবর অনুযায়ী ৩ সেপ্টেম্বর প্রি বিড মিটিং হবে৷ এরপর ৪ থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে দরপত্র জমা দিতে হবে৷ ১১ সেপ্টেম্বর সেই দরপত্র খোলা হবে৷

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এশিয়া অঞ্চলে ব্যস্ততম ওয়েবসাইটগুলির মধ্যে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন অন্যতম। এর মাধ্যমে প্রতি মাসে ২.৫ কোটির বেশি টিকিট বিক্রি হয়। প্রতিদিন এর ওয়েবসাইটে ৭ কোটি লগইন হয়। ফলে এর বেসরকারি করণের ফলে যে যথেষ্ট পরিমাণ লাভের মুখ দেখবে রেল তাতে কোনো সন্দেহ নেই। উল্লেখ্য, এই ঘোষণা হওয়ার পরই আইআরসিটিসির শেয়ারের দাম ১ শতাংশ বেড়ে গেছে।

করোনা আবহে বিশ্ব অর্থনীতির সঙ্গে বড়োসড়ো ধাক্কা খেয়েছে রেল। তাই বর্তমানে এই সুযোগে রেলের অর্থনীতিকে চাঙ্গা করতেই বিশেষত এই পন্থা নিয়েছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এখনও পর্যন্ত রেলের কতটা অংশীদারিত্ব বিক্রি করা হবে, তা এখনও নিশ্চিত না হলেও ভারতীয় রেলে বেসরকারি ট্রেন চালানোর যথেষ্ট উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে বলেই জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!