এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বামেদের নবান্ন অভিযানে পুলিশের অত্যাচার নিয়ে মুখ খুললেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, জেনে নিন তাঁর বক্তব্য

বামেদের নবান্ন অভিযানে পুলিশের অত্যাচার নিয়ে মুখ খুললেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, জেনে নিন তাঁর বক্তব্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বামের ছাত্র ও যুব সংগঠনের নবান্ন অভিযানকে ছত্রভঙ্গ করে দিতে ব্যাপক তৎপরতা লক্ষ করা যায় পুলিশের। অভিযোগ উঠেছে, গতকাল বাম কর্মী, সমর্থকদের ওপর নির্বিচারে পুলিশ লাঠি চালিয়েছে। সেইসঙ্গে কাঁদানে গ্যাসের শেল, জলকামান পর্যন্ত ব্যবহার করেছে। পুলিশের লাঠির আঘাতে বেশকিছু বাম কর্মী সমর্থক আহত হয়েছেন।

অনেকের মাথা ফেটে গেছে। কাঁদানে গ্যাস ও জলকামানে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। এই ঘটনার বিরুদ্ধে আজ রাজ্যব্যাপী ধর্মঘট বামেদের। পুলিশের এই দমনমূলক পদক্ষেপকে জালিয়ানওয়ালা বাগের কলঙ্কময় অধ্যায় এর সঙ্গে তুলনা করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

গতকাল বামেদের ছাত্র ও যুব সংগঠনের ওপর পুলিশের নির্যাতন প্রসঙ্গে বামফ্রন্টের চেয়ারম্যান ও পলিটব্যুরো সদস্য বিমান বসু জানালেন যে, গতকাল যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে আক্রমণ করে একটা নতুন জিনিস দেখালো তৃণমূল কংগ্রেস। তিনি জানালেন, গণতন্ত্রের উপর যখন হামলা হয়, তখন বোধহয় এমনই হয়ে থাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরও জানালেন যে, রাজ্যের নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বামেরা আবার নতুন করে উজ্জীবিত হয়েছেন। আগের চেয়ে অনেক বেশি মোটিভেটেড হয়েছেন তাঁরা। গতকালের পুলিশি হেনস্থাকে তিনি জালিয়ানওয়ালা বাগের হত্যাকান্ডের সঙ্গে তুলনা করলেন। বিমান বসু জানালেন যে, গতকাল যা ঘটেছে তা করা একদম উচিত ছিল না। গতকাল সরকারের পক্ষ থেকে ও পুলিশের পক্ষ থেকে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছিল যেন যুদ্ধক্ষেত্র। কিছুটা যেন প্রতীকী জালিয়ানওয়ালাবাগ।

বিমান বসু আরও জানালেন যে, নির্মমভাবে ছাত্র-যুব কর্মীদের ওপর আক্রমণ চালানো হলো। তিনি এর তীব্র নিন্দা জানাচ্ছেন। অন্যান্য বাম দল, কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে তাঁরা এই ঘটনার প্রতিবাদ জানাবার সিদ্ধান্ত নিয়েছিলেন। সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল চটজলদি ঘটনা ঘটেছে। তার চটজলদি প্রতিবাদ করছেন তাঁরা। এভাবেই ছাত্র ও যুব বাম সংগঠনের ওপর পুলিশি হেনস্থার তীব্র প্রতিবাদ জানালেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!