এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বিজেপিকে দিয়ে অভিষেককে আটকে দেওয়া হয়েছে” ঠাকুরনগরের ঘটনায় বিস্ফোরক কুনাল!

“বিজেপিকে দিয়ে অভিষেককে আটকে দেওয়া হয়েছে” ঠাকুরনগরের ঘটনায় বিস্ফোরক কুনাল!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি উপলক্ষে মতুয়ার ঠাকুরনগরে যেতেই সেখানে শুরু হয়ে গিয়েছে বিক্ষোভ। যেখানে মন্দিরে তালা দিয়ে তাকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এই গোটা ঘটনায় বিজেপি কর্মীদের দিয়ে চক্রান্ত করিয়েছেন। স্বভাবতই এবার সেই একই সুর শোনা গেল তৃণমূল নেতা কুনাল ঘোষের গলায়। তার অভিযোগ, মন্দির নিয়েওও রাজনীতি করতে চাইছে ভারতীয় জনতা পার্টি।

প্রসঙ্গত, এদিন ঠাকুরনগরের ঘটনা নিয়ে তৃণমূল নেতা কুনাল ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তৃণমূল নেতা বলেন, “ঠাকুরনগরের ঘটনা নিয়ে রাজনীতি করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি কর্মী সমর্থকদের সামনে এনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি চাইতেন, তাহলে তৃণমূলের কর্মীদের নিয়ে এক মুহূর্তে ভেঙে সেখানে ঢুকতে পারতেন। তবে তিনি তা করেননি। বিজেপি মন্দির নিয়েও রাজনীতি করতে চাইছে।”

পর্যবেক্ষকদের মতে, ঠাকুরনগরের ঘটনা নিয়ে কিছুটা হলেও ব্যাকফুটে তৃনমূল কংগ্রেস। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বাধা দেওয়া হয়েছে, তা নিঃসন্দেহে অস্বস্তির কারণ। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে বিজেপিকে দায়ী করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!