এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “মতুয়ারা যাতে ক্ষমা না করে” ঠাকুরবাড়িতে বাধা পেতেই একি বললেন অভিষেক!

“মতুয়ারা যাতে ক্ষমা না করে” ঠাকুরবাড়িতে বাধা পেতেই একি বললেন অভিষেক!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নবজোয়ার কর্মসূচি উপলক্ষে ঠাকুরবাড়িতে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সেখানে তিনি যাওয়ার আগে থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। যেখানে ঠাকুরবাড়ির গেটে তালা দেওয়া হয় বলে অভিযোগ। আর এই গোটা ঘটনায় বাধা পেতেই গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, শান্তনু ঠাকুরের কথায় বিজেপির গুন্ডারা বাধা দিয়েছে। কিন্তু তারা শান্তিতে বিশ্বাসী, তাই প্রতিহত করা থেকে বিরত থেকেছে তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত, এদিন একটি সভা থেকে বিজেপিকে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেন, “আজ ঠাকুরবাড়িতে আমাকে যেতে বাধা দেওয়া হয়েছে। শান্তনু ঠাকুরের নির্দেশে কিছু বিজেপির গুন্ডারা এই কাজ করেছে। আমরা যদি চাইতাম, তাহলে ভেতরে ঢুকতে পারতাম। কিন্তু তা না করে শান্তিতে বিশ্বাসী জন্য আমরা হিংসা থেকে বিরত থেকেছি। আগামী দিনে মতুয়ারা যেন এদের ক্ষমা না করে।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন, মতুয়া সমাজের বিক্ষোভ নয়, এর পেছনে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং বিজেপির কিছু কর্মীরা রয়েছে। তৃণমূলের কর্মসূচিকে ভেস্তে দিতেই তারা এই ধরনের কাজ করেছে বলে অভিযোগ তৃণমূল নেতার। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!