এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একাধিক বিরোধী শিবিরে ব্যাপক ভাঙ্গন ঘটিয়ে বড়সড় যোগদান তৃণমূলে, উজ্জীবিত ঘাসফুল শিবির

একাধিক বিরোধী শিবিরে ব্যাপক ভাঙ্গন ঘটিয়ে বড়সড় যোগদান তৃণমূলে, উজ্জীবিত ঘাসফুল শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের পূর্বে বারবার ভাঙ্গন দেখা দিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূলে। তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের একমুখী স্রোত তৈরি হয়েছিল। কিন্তু নির্বাচনের ফলাফলের পরেই হাওয়া বদলাতে শুরু করে। বিজেপি থেকে তৃণমূলে যোগদানের বিরাট স্রোত তৈরি হয়েছে। একের পর এক বিজেপির নেতা-কর্মী যোগদান করতে শুরু করেছেন তৃণমূলে। এই পরিস্থিতিতে গতকাল উত্তর ২৪ পরগণার আমডাঙ্গা বিজেপি সহ একাধিক বিরোধী শিবিরে বড়সড় ভাঙ্গন ঘটিয়ে তৃণমূলে যোগদান করলেন ৫০০ জন। তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের নেতৃত্বে চললো এই দলবদল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল আমডাঙ্গার পদ্মালাভপুরে বিজেপি, সিপিএম, কংগ্রেস,আইএসএফের প্রায় ৫০০ জন সদস্য যোগদান করলেন তৃণমূলে। যার নেতৃত্ব দিলেন তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। নবাগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন তিনি। গতকাল বিজেপি নেতা নুর ইসলাম, বিজেপি কর্মী মোহন বিশ্বাস সহ বহু বিজেপি সমর্থক যোগদান করলেন তৃণমূলে। আবার, কংগ্রেস নেতা আবু হেনা তাঁর বহু অনুগামী সহ যোগদান করলেন তৃণমূলে। তৃণমূলে যোগদান করে তাঁরা জানালেন, আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় তাঁরা কাজ করবেন। একসঙ্গে এতজনের তৃণমূলে যোগদানে কার্যত উৎসবের মেজাজে ছিল তৃণমূল।

আবার, গতকাল বাঁকুড়ার পাত্রসায়রে ৫২০ জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। পাত্রসায়রের কুশদ্বীপ এলাকায় চলে এই যোগদান পর্ব। বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরার নেতৃত্বে এই দলবদল। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তৃণমূল বারবার ভয় দেখাচ্ছে বিজেপি কর্মীদের। জোর করে, চাপ সৃষ্টি করে বিজেপি কর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূলে। তবে, তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!