এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ফের মমতার রোশানলে উত্তরবঙ্গের হেভিওয়েট মন্ত্রী, জোর চাঞ্চল্য!

ফের মমতার রোশানলে উত্তরবঙ্গের হেভিওয়েট মন্ত্রী, জোর চাঞ্চল্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –গত লোকসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কথা দিয়েছিলেন, দলীয় প্রার্থীকে জয়লাভ করাবেন। কিন্তু শেষ পর্যন্ত কোচবিহার লোকসভা কেন্দ্রের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে রবীন্দ্রনাথ ঘোষের উপর ভরসা রেখেছিলেন, সেই রবীন্দ্রনাথ ঘোষ ডাহা ফেল করেছেন। আর এরপরই তাকে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল কংগ্রেস। পাশাপাশি গুরুত্ব কমানো হয় রবীন্দ্রনাথ ঘোষের।

তবে সাম্প্রতিককালে দলের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন দলীয় কর্মসূচি থেকে আগামী বিধানসভা নির্বাচনে জেলার সবকটি আসন মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়া হবে বলে জানান রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কিন্তু তা সত্ত্বেও দলের গুডবুকে যে তিনি নেই, তা ফের প্রমাণিত হয়ে গেল। সূত্রের খবর, শুক্রবার ভিডিও কনফারেন্সে প্রতিটি জেলা নেতৃত্বের সাথে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই কোচবিহারের সাংগঠনিক অবস্থা নিয়ে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে কড়া ভাষায় ধমক দেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এদিন প্রতিটি জেলা ধরে ধরে সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই কোচবিহারের কথা উঠতেই রীতিমত ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের নাম করে তিনি বলেন, “আমি ওনার কাজে একেবারেই অখুশি। মন্ত্রী এবং পুরোনো নেতা হয়েও রবীন্দ্রনাথ ঘোষ কোনো কাজ করছেন না।” আর এরপরেই এই ব্যাপারে তাকে ধমক দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি রবীন্দ্রনাথ ঘোষের অত্যন্ত বিরোধী বলে পরিচিত কোচবিহারের প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায়কেও কিছুটা সতর্ক করে দেন তৃনমূল নেত্রী। তিনি বলেন, “তুমি নিজের এলাকায় থাকো। তার বাইরে যাওয়ার কোনো দরকার নেই।” বিশেষজ্ঞরা বলছেন, কোচবিহার জেলায় বিজেপি গত লোকসভা নির্বাচনে জয়লাভের পর থেকে যতদিন গিয়েছে, ততই সেখানে বিজেপির উত্থান হতে শুরু করেছে।

সেদিক থেকে তৃণমূল বিজেপিকে আটকানো তো দূর অস্ত, উল্টে নিজেদের মধ্যে সংঘর্ষে সবথেকে বেশি মজে থেকেছে। তাই এই পরিস্থিতিতে কোচবিহার জেলার সাংগঠনিক কাজকর্মে যে তিনি খুব একটা খুশি নন, তা ভিডিও কনফারেন্সের বৈঠক থেকেই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এই ব্যাপারে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে কড়া ধমক দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, দলের বাইরে কেউ নয়।

অর্থাৎ কোচবিহার জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে চরমে, তার খবর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌছেছে, তা এদিনের বৈঠকে সেই জেলার নেতা নেত্রীদের কাছে তুলে ধরলেন শাসক দলের সুপ্রিমো। সবমিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কড়া বার্তার পর কোচবিহার জেলার তৃণমূল নেতারা কতটা সঙ্ঘবদ্ধ হতে পারেন, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!