এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Big Breaking রাজ্যবাসীকে চিঠি দিলেন মমতা! কি লিখলেন! জেনে নিন

Big Breaking রাজ্যবাসীকে চিঠি দিলেন মমতা! কি লিখলেন! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি লাইনে দাঁড়িয়ে নিজেও স্বাস্থ্যসাথীর কার্ড করিয়েছেন তিনি। রাজ্যবাসীর জন্য সকলের ক্ষেত্রে এই কার্ড বিলি করে ইতিমধ্যেই নজির স্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে একটি নির্দিষ্ট অংকের খরচা অসুস্থতার কারণে এই কার্ডের মধ্যে দিয়ে বিনামূল্যে পেয়ে যাবেন রাজ্যের 10 কোটি মানুষ। এতদিন তা কিছু মানুষের জন্য বরাদ্দ হলেও, সম্প্রতি রাজ্যের 10 কোটি মানুষের জন্যই তার সুবিধার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে রাজ্যবাসীকে চিঠি লিখলেন বাংলার প্রশাসনিক প্রধান।

সূত্রের খবর, এদিন স্বাস্থ্যসাথী কার্ড প্রসঙ্গে রাজ্যবাসীকে একটি চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি লেখেন, “স্বাস্থ্যসাথী প্রকল্পে আপনাকে একজন উপভোক্তা হিসেবে অন্তর্ভুক্ত করতে পেরে এবং প্রকল্পের অধীন পরিষেবা আপনাকে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি, আগামীদিনেও এই প্রকল্পের যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করে আপনার দৈনন্দিন জীবনযাত্রা সামগ্রিক মান উন্নয়নে আরও বেশি করে শামিল হওয়ার সুযোগ পাব।”

স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর উদ্দেশ্যে লেখা এই ধরনের চিঠি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। একাংশ বলছেন, বিজেপির পক্ষ থেকে সব সময় দাবি করা হচ্ছে, রাজ্যের মানুষের জন্য কেন্দ্রে যে সমস্ত প্রকল্প করা উচিত, তা লাগু করতে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার। কিন্তু সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে যে বাংলার সরকার অনেক আগেই চিন্তা করেছে, তা স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়‌।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি গোটা রাজ্যবাসীর জন্য এই কার্ড করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। যার ফলে অনেকটাই লাভবান হবেন রাজ্যের দীন-দরিদ্র সাধারন মানুষরা। আর এই পরিস্থিতিতে এবার সেই স্বাস্থ্যসাথীর কার্ড সকলকে করে দিতে পেরে রাজ্যবাসীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনুন্নয়ন ইস্যুকে সামনে রাখা হচ্ছে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবার যে উন্নয়নকে সামনে রেখেই প্রচার করা হবে এবং বিজেপির মোকাবিলা করা হবে, তা কার্যত পরিষ্কার।

তাই এই পরিস্থিতিতে স্বাস্থ্যসাথী কার্ড সকলের কাছে পৌঁছে গেছে, এই বার্তাকে পৌঁছে দিতেই মমতা বন্দোপাধ্যায়ের তরফ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে এই চিঠি লেখা হল। অর্থাৎ এই চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের সরকারের উন্নয়নমূলক প্রকল্পের প্রচার আরও বেশি করে করার চেষ্টা করলেন বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!