এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার মুকুল রায়ের পাশে সিপিআইএমের সম্পাদক সূর্য্যকান্ত মিশ্র

এবার মুকুল রায়ের পাশে সিপিআইএমের সম্পাদক সূর্য্যকান্ত মিশ্র

আজ বাংলা যা ভাবে, কাল সমগ্র ভারতবর্ষ তাই ভাবে – এই বিখ্যাত উক্তির অনুকরণে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রায়ই দাবী করেন, পশ্চিমবঙ্গে বিজেপি যা করে, বিরোধীদলগুলি পরে তা অনুসরণ করে। আর এই দাবীই যেন নতুন করে মান্যতা পেল, এর আগে বিজেপি ডেঙ্গু নিয়ে বিজেপিই প্রথম স্বাস্থ্যভবন অভিযান করে, মশারি নিয়ে বিক্ষোভ করে। পরে বামফ্রন্ট সহ অন্যান্য বিরোধীরাও একই ভাবে বিক্ষোভ দেখায়।
আর এবার একই ঘটনা ঘটল, রানী রাসমণি রোডের বিজেপির সভা থেকে মুকুল রায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে। গতকালের সমাবেশ থেকে বিজেপি নেতা মুকুল রায় তিনটি নথি প্রকাশ করে দাবী করেন, বিশ্ববাংলা এবং জাগো বাংলা আদতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি। এমন কী তৃণমূলের সমস্ত লিফলেট ও পোস্টার ছাপার বরাতও অভিষেকের কোম্পানিই পায়। আর জাগো বাংলা আর বিশ্ববাংলা নিয়ে মুকুল রায়ের তরফে অভিযোগের পরেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। মুকুল রায়ের ঘোষণার বেশ কিছুটা পরে সূর্যকান্ত মিশ্র তাঁর বক্তব্যের সমর্থনে কিছু তথ্য টুইটারে পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, জাগো বাংলা এবং বিশ্ব বাংলার ট্রেডমার্ক দুটি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেই। তাঁর টুইটার পোস্ট অনুযায়ী দেখা যাচ্ছে, ২০১৩-র ২৬ নভেম্বর বিশ্ববাংলা এবং ২০১৫-র ২৯ জুন জাগো বাংলা ট্রেডমার্ক অ্যাক্ট অনুযায়ী নথিভুক্ত হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। যদিও গতকাল রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, মুকুল রায়কে আইনি চিঠি দেওয়া হবে। ৪৮ ঘণ্টার মধ্যে প্রমাণ করতে না পারলে দেওয়ানি ও ফৌজদারি মামলা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!