মুকুল রায়ের অভিযোগের থেকে দূরত্ব তৈরি করলেন দিলীপ ঘোষ! বিশেষ খবর রাজ্য November 11, 2017 গতকাল রানী রাসমণি রোডের বিজেপির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড-হারবারের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে রাজ্য রাজনীতিতে বেশ হইচই ফেলে দিয়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়। গতকাল দলীয় শীর্ষনেতাদের উপস্থিতিতেই, জনসভা থেকে মুকুল বাবু অভিযোগে বিদ্ধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে, হাততালিও পেয়েছেন উপস্থিত জনতার কাছ থেকে তৃণমূলের ‘দুর্নীতি’ ফাঁস করার জন্য। এর উত্তর অবশ্য রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস দিয়ে দিয়েছে রাতের মধ্যেই। আইনি নোটিস পাঠানোর কথা শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবির থেকেও, দাবি করা হয়েছে, মুকুল রায় ক্ষমা না চাইলে, তাঁর বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মানহানির মামলা করবেন ডায়মন্ড-হারবারের মাননীয় সাংসদ। আর এরপরই কি বিজেপি রাজ্য সভাপতি ক্রমশ দূরত্ত্ব তৈরি করতে থাকলেন মুকুল রায়ের বক্তব্যের থেকে? মুকুল বাবুর অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করতেই, উত্তরবঙ্গ সফরে গিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়িয়ে দিলীপ বাবু বলেন, সেটা সরকার জানেন আর মুকুল রায় জানেন। তাঁরা এক জায়গায় ঘর করেছেন, সেহেতু তাঁরা ভাল করে জানেন। সে ব্যাপারে আমার কিছু বলার নেই। ‘তবে বিশ্ব বাংলা মানে যদি এই হয়, যে ছ’মাসে ডেঙ্গি আটকানো যাচ্ছে না, সবচেয়ে বেশি ভুয়ো কোম্পানি এখানেই, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো জব কার্ড, ভুয়ো আধার কার্ড, ভুয়ো ডাক্তার এখানে। সরকারটাই ভুয়ো হয়ে গেছে। এই বিশ্ব বাংলায় আমরা আশ্বস্ত নই। এই বিশ্ব বাংলা কেউ চায় না। আর মুকুল রায় বিজেপিতে আসার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির নামে আর্থিক নয়ছয়ের অভিযোগ মিডিয়াতেই এসেছিল। এরকম আরও কাগজ রয়েছে। আপনার মতামত জানান -