নেতাজীর জন্মদিনে রাজ্য সরকারে শ্রদ্ধার্ঘ রাজ্য January 23, 2018 আজ ২৩ জানুয়ারী বিশ্ববরেণ্য ভারতের স্বাধীনতা সংগ্রামী দেশের মানুষের ‘হিরো’ নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২২ তম জন্ম দিন। আজ রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে তাঁকে নিয়ে চলছে বিভিন্ন অনুষ্ঠান । রাজ্য সরকারের তরফেও তাঁর জন্মদিন কে কেন্দ্র করে রেড রোডে তাঁর মুর্তির পাদদেশে একটি শ্রদ্ধাঞ্জাপন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে । নাবন্ন সুত্রে খবর আজ ১২ টা ১৫ মিনিটে অনুষ্ঠান শুরু হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজীর মর্মর মুর্তিতে মাল্যদান করে আজকের অনুষ্ঠান শুরু করবেন বলে খবর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকছেন মন্ত্রিসভার কিছু সদস্য সহ রজ্যের প্রশাসনের শীর্ষ আমলারা। পাশাপাশি বামদল বিশেষ করে ফরওয়ার্ড ব্লকের রেড রোডে কোনও কর্মসুচী নেই বলে জানিয়েছে। অন্যদিকে তাঁরা আজ রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে সভা আয়োজন করে নেতাজীর উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জাপন করবেন। একই সময় অনুষ্ঠান শুরু হবে দল সুত্রে খবর। দলীয় সুত্রে জানা গেছে অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বিমান বাসু, সূর্যকান্ত মিশ্র, নরেন চট্টপাধ্যায় প্রবোধ পান্ডা ক্ষিতি গোস্বামী প্রমুখ ব্যক্তিত্যরা। আপনার মতামত জানান -