চিটফান্ড কাণ্ডে গতি আনতে নতুন অফিসার নিয়োগ রাজ্য January 23, 2018 সারদাকাণ্ডে আরো তিন উচ্চপদস্থ আধিকারিককে নিযুক্ত করবার সিদ্ধান্ত নিল সিবিআই।সূত্রের খবর,এই মামলায় গতিবৃদ্ধি ঘটানোর জন্যই ওই তিন অফিসার দিল্লি থেকে আসছেন কলকাতায়।আজ তাদের কাজে যোগ দেবার কথা।প্রসঙ্গত,২০১৪ সালে সারদাকাণ্ডের তদন্তের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম(এসাইটি ) গঠন করেছিল যার নেতৃত্বাধীনে ছিল উত্তর-পূর্বের যুগ্ম অধিকর্তা রাজীব সিং।আর সেই দলেই এবার যোগদান করবেন এসপি এবং ডিএসপি পদমর্যাদার দুই অফিসার। আপনার মতামত জানান -