এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আদালতের রায়ে বড়োসড়ো জয় শুভেন্দু অধিকারীর, পক্ষান্তরে নাস্তানাবুদ শাসকদল

আদালতের রায়ে বড়োসড়ো জয় শুভেন্দু অধিকারীর, পক্ষান্তরে নাস্তানাবুদ শাসকদল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আদালতের রায়ে বড়োসড়ো জয় পেলেন শুভেন্দু অধিকারী, পক্ষান্তরে নাস্তানাবুদ শাসকদল। কাঁথি সমবায় ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে শুভেন্দু অধিকারীকে অপসারণ করার চেষ্টায় অনাস্থা প্রস্তাবের উপরে ভিত্তি করে একটি বৈঠক ডাকার সিদ্ধান্ত নেয়া হয়েছিল আজ। এই বৈঠকের বৈধতাকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর এই বৈঠককে বাতিল করে দিয়েছে হাইকোর্ট। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বৈঠক ডাকার পদ্ধতির মধ্যেই রয়েছে ত্রুটি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার জানিয়েছেন যে, চেয়ারম্যানের অপসারন দাবি করে বৈঠক ডাকতে গেলে তার কিছু নিয়ম আছে। সেখানে নির্দিষ্ট কারণ উল্লেখ করার প্রয়োজন। তথ্য প্রমাণের দরকার হয়। কিন্তু এক্ষেত্রে কোন নিয়ম মানা হয়নি। তাই আজকের প্রস্তাবিত বৈঠক বাতিল করে দেয়া হয়েছে। আবার, এ প্রসঙ্গে হাইকোর্টের জনৈক আইনজীবী বিল্লোদ্বল ভট্টাচার্য্য জানিয়েছেন যে, চেয়ারম্যান শুভেন্দু অধিকারীকে সরিয়ে দিতে বেশ কয়েকজন ডিরেক্টর’ আজ বৈঠক ডেকেছিলেন। তাদের মধ্যে একজন ডিরেক্টর জানান এভাবে বৈঠক ডাকা সম্পূর্ণ পদ্ধতি গত ভুল হয়েছে।

এ প্রসঙ্গে তিনি আরও জানান যে, ডিভিশন বেঞ্চের জাজমেন্টকে অবজ্ঞা করে এই ধরণের বৈঠক ডাকা হয়েছিল। এর মামলার শুনানিতে সমস্ত কিছু শোনার পর বিচারপতি শম্পা সরকার এই মামলার নিষ্পত্তি করেছেন। অনাস্থা প্রস্তাবের উপর ভিত্তি করে যে বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠক ডাকার নোটিস বাতিল করে দিয়েছেন বিচারপতি শম্পা সরকারের সিঙ্গেল ফেজ। অর্থাৎ, কাঁথি সমবায় ব্যাংকের চেয়ারম্যানের পদ ধরে রাখতে পারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা, তাঁর একটি বড়সড় জয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!