ত্রাণ থেকে বীমার টাকা – একের পর এক বিস্ফোরক অভিযোগে রাজ্য-রাজনীতি কাঁপিয়ে দিলেন দিলীপ ঘোষ! কলকাতা রাজ্য May 1, 2020 করোনা মোকাবিলায় রাজ্য সরকার এবং বিরোধীদের দ্বৈরথ এখন চরমে উঠেছে। যত দিন বাড়ছে, ততই বাংলায় করোনা মোকাবিলা করা অপেক্ষা শাসক-বিরোধী তরজা প্রকাশ্যে আসছে। বিরোধীদের পক্ষ থেকে করোনা মোকাবিলা নিয়ে সরকারের নানা পদক্ষেপ প্রসঙ্গে প্রশ্ন তোলা হয়েছে। পাল্টা সরকারপক্ষের পক্ষ থেকে ধেয়ে আসছে আক্রমণ। আর এমতাবস্থায় বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক করতে গিয়ে বিরোধীদের পক্ষ থেকে নানা অভিযোগ করা হলে তার জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি অভিযোগ করেন যে, এই সংকটের মধ্যেও বিজেপি রাজনীতি করছে। কোথাও একটু ভুল হলেই তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে তারা। আর রাজ্যের প্রশাসনিক প্রধান বিজেপির বিরুদ্ধে এই বক্তব্য প্রদানের পরই পাল্টা আসরে নামেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন রীতিমতো ইস্যু ধরে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, “যাই বলি, তাতেই বলছে রাজনীতি করছি। চারিদিকে হাহাকার চলছে। শুধু নবান্নে বসে ঘোষণা হচ্ছে। মানুষ ত্রাণ পাচ্ছেন না। ত্রাণ না পেলে বিজেপি বলবেই।” দিলীপবাবু স্পষ্ট জানিয়ে দেন, “উনি বলছেন সহযোগিতা চান। অথচ আমাদের কর্মীরা ত্রাণ দিতে গেলে তাদের পুলিশ দিয়ে আটকে দেওয়া হচ্ছে। এর নাম সহযোগিতা!” এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগিতার কথা বললেও তাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন দীলিপবাবু। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী সহযোগিতা চান না। এখনও পর্যন্ত রাজ্যে কোনো সর্বদলীয় বৈঠক হয়েছে! সাংসদ, বিধায়কদের নিয়ে কোনো আলোচনা করেছেন! কোনো জেলাশাসক সাংসদ, বিধায়কদের সঙ্গে কথা বলেছেন!” আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, “বিভিন্ন রাজ্যের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য দিশা কমিটি রয়েছে। সেই কমিটিতে সব দলের সাংসদ, বিধায়ক রয়েছে। কিন্তু আমাদের বাংলায় এরকম কোনো কমিটি নেই।” এদিকে টিকিয়াপাড়ার ঘটনা নিয়ে বিজেপি রাজনীতি করছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তার জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “সব ধামাচাপা দেওয়া হচ্ছে। তার মধ্যে যেটা বেরিয়ে যাচ্ছে, সেটা ভুল নয়। সরকারের ভুলত্রুটি আমরা ধরিয়ে দেবই। বিরোধী দল হিসেবে এটাই আমাদের দায়িত্ব।” এমনকি রাজ্য সরকার যে বীমার টাকা দিচ্ছেন তা নিয়েও এদিন বড়সড় প্রশ্ন তুলে দিলেন দিলীপবাবু। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী এ দিন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, রাজ্যে মৃত দুই চিকিত্সকের পরিবারের হাতে ১০ লক্ষ টাকা করে তুলে দেওয়া হয়েছে। কিন্তু দিলীপ ঘোষের দাবি, “বিমার টাকা নয়, সরকারি টাকা দেওয়া হয়েছে। বিমা সংস্থার সঙ্গে চুক্তি হলে তার প্রিমিয়াম দিতে হয়। কোন সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে জানান।” আর এরপরই বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে বেশ কিছু ক্ষেত্র খুলে দেওয়া হবে বলে মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করায় তার কিছুটা বিরোধিতা করেন বিজেপির রাজ্য সভাপতি। চায়ের দোকান খোলার কথা ঘোষণা হওয়ায় তিনি বলেন, “চায়ের দোকান আমরা জানি আড্ডার জায়গা। কিন্তু চায়ের দোকান খুললে কি মানুষের কোনো লাভ হবে!” সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর ইস্যু ধরে ধরে কটাক্ষ করে শোরগোল তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আপনার মতামত জানান -